রাষ্ট্র – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 244
2431. কোনটি রাষ্ট্রকে অন্যান্য সংগঠন থেকে পৃথক করেছে?
- সরকারি
- বেসরকারি
- সার্বভৌম
- আইন
2432. আইনের অন্যতম বৈশিষ্ট্য –
- এটা সর্বজনীন
- সকলের নিকট মান্য
- অনেকের নিকট দন্ড
A,B
2433. ‘যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়’ – উক্তিটি কার?
- এরিস্টটলের
- লাস্কির
- গার্নারের
- ম্যাকাইভারের
2434. ‘রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যেটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়’ সংজ্ঞাটি কার?
- এরিস্টটল
- ম্যাকাইভার
- গার্নার
- গেটেল
2435. দক্ষিণ এশিয়ার একটি দেশে জনাব আকমল চৌধুরী বসবাস করেন। তিনি দেখলেন দেশটির জনগণ তাদের প্রচলিত আইনকানুন মানতে বাধ্য। দেশটির সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত।অনুচ্ছেদে রাষ্ট্রের কোন উপাদানটির প্রতিফলন ঘটেছে?
- জনসমষ্টি
- সার্বভৌমত্ব
- নির্দিষ্ট ভূখন্ড
- আইন বিভাগ
2436. দেশটির এই ধরনের ক্ষমতার রয়েছে –
- অভ্যন্তরীণ দিক
- বাহ্যিক দিক
- কেন্দ্রীয় দিক
A,C
2437. সরকারের কয়টি অঙ্গ রয়েছে?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "রাষ্ট্র - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 244"