রাষ্ট্র – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 239
2381. আদনান বাধ্যতামূলকভাবে একটি বৃহৎ ভৌগোলিক প্রতিষ্ঠানের সদস্য। সে চাইলেও এ প্রতিষ্ঠানের সদস্যপদ ত্যাগ করতে পারে না। সে নিচের কোন প্রতিষ্ঠানের সদস্য?
- সমাজ
- পাড়ার ক্লাব
- রাষ্ট্র
- সম্প্রদায়ের
2382. আবেদনকারী আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে কার নিকট অভিযোগ পাঠানো যাবে?
- তথ্য মন্ত্রণালয়কে
- তথ্য অধিদপ্তরের
- তথ্য কমিশনের
- তথ্য বিভাগীয় কার্যালয়ের
2383. রাষ্ট্র মূলত কোন ধরনের সমাজ?
- জনসংখ্যাকেন্দ্রিক সমাজ
- প্রকৃতিকেন্দ্রিক সমাজ
- জীবনযাপনকেন্দ্রিক সমাজ
- ভূখন্ডভিত্তিক সমাজ
2384. মানুষ সামাজিক জীব। সামাজিক রীতিনীতি ও নিয়ম মেনে চললে সুশৃঙ্খল জীবন নিশ্চিত হয়। সামাজিক রীতিনীতিই আইনে রূপান্তরিত হয়। আইন নাগরিকের আচরণ নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখে। আইনের অনেক উৎস রয়েছে।এক একটি আইন কিসের নিয়ামক?
- জনমতের
- সামাজিক পরিবর্তনের
- সামাজিক বিপ্লবের
- গণতন্ত্রের
2385. আইন হিসেবে আদালতে গৃহীত হয় –
- সরকারি কর্মকর্তাদের আইন সম্বন্ধে লেখা বা বিজ্ঞানসম্মত আলোচনা
- আইনবিদদের আইন সম্বন্ধে ব্যাখ্যা ও মতামত
- রাজনীতিবিদদের আইন সম্বন্ধে ব্যাখ্যা ও মতামত
- আমলাদের আইন সম্বন্ধে ব্যাখ্যা ও মতামত
2386. বিচার কাজ করতে গিয়ে বিচারকগণ প্রচলিত আইনে বিচার কাজ নিষ্পত্তি করতে ব্যর্থ হলে –
- নিজস্ব বুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে আইনের নতুন ব্যাখ্যা দেন
- নিজস্ব ন্যায়বোধ দিয়ে তা মীমাংসা করেন
- আইনসভাকে নতুন আইন প্রণয়নের অনুরোধ করেন
A,B
2387. শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য রাষ্ট্র কী প্রণয়ন করে?
- শ্রমিক নেতা
- শ্রম নীতিমালা
- শ্রমিক-মালিক স্বার্থ
- কাজের পরিবেশ
2388. রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি?
- প্রাকৃতিক সম্পদ
- প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী
- কর্মক্ষম জনগোষ্ঠী
- শিক্ষিত জনগোষ্ঠী
2389. জনসমষ্টি নির্দিষ্ট ভূখন্ডের ওপর যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে –
- জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে
- সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে
- সাংবিধানিকভাবে
A,B,C
2390. রাষ্ট্র যদি জীবদেহ হয় তাহলে সরকার কী?
- চোখস্বরূপ
- মস্তিষ্কস্বরূপ
- হাতস্বরূপ
- কলিজাস্বরূপ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "রাষ্ট্র - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 239"