রাষ্ট্র – এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 238

অণুজীব

 

রাষ্ট্র – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 238

2371. নগরায়ণ, গ্রামীণ উন্নয়ন, নাগরিক সুবিধা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি কাজগুলো রাষ্ট্রের –

  1. অপ্রয়োজনীয় কাজ
  2. উন্নয়নমূলক কাজ
  3. জনহিতকর কাজ

2372. সার্বভৌমের আদর্শকে কী বলা হয়?

  1. আইন
  2. নিয়ম
  3. নির্দেশ
  4. হুকুম

2373. রাষ্ট্র নাগরিকদের কীভাবে গড়ে তুলতে চায়?

  1. সম্পদ দিয়ে
  2. চাকরি দিয়ে
  3. শিক্ষা দিয়ে
  4. নিরাপত্তা দিযে

2374. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কী?

  1. ন্যায়বোধ
  2. আইন
  3. ধর্ম
  4. প্রথা

2375. ‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যেটি সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়’ – উক্তিটি কার?

  1. টি. এইচ. গ্রীন
  2. হল্যান্ড
  3. উড্রো উইলসন
  4. এরিস্টটল

2376. বাংলাদেশের সর্বোচ্চ কোর্টের নাম কী?

  1. হাইকোর্ট
  2. জজ কোর্ট
  3. সুপ্রিম কোর্ট
  4. ম্যাজিস্ট্রেট কোর্ট

2377. আইন কী?

  1. মানুষের জীবনের কর্ম
  2. মানবজীবনের শৃঙ্খলিত কর্মকান্ড
  3. মানব রচিত বিধি
  4. মানুষের জীবনযাপনের জন্য অনুসরণকৃত লিখিত বিধান

2378. ‘রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখন্ডে স্থায়িভাবে বসবাস করে; যেটি বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ঐ জনসমাজ স্বভাবতই অনুগত।’ – কথাটি কে বলেছেন?

  1. এরিস্টটল
  2. সক্রেটিস
  3. অধ্যাপক গার্নার
  4. আর এম ম্যাকাইভার

2379. সার্বভৌম ক্ষমতার কতটি দিক রয়েছে?

  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. ছয়টি

2380. জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে কোন আইন প্রণীত হয়?

  1. তথ্য মন্ত্রণালয়
  2. তথ্য অধিকার আইন
  3. তথ্য কমিশন আইন
  4. প্রতিলিপি অধিকার আইন

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline