রাষ্ট্র – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 237
2363. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
- চারটি
- পাঁচটি
- ছয়টি
- সাতটি
2364. রাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক অপরিহার্য কাজ হলো –
- শরণার্থীদের আশ্রয় দান
- আঞ্চলিক জোট গঠন
- বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি
B,C
2365. অভি ও রাফি দুই বন্ধু একদিন প্রতিবেশীর গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে যায়। বাড়িওয়ালা দুইজনেকে থানায় সোপর্দ করেন। রাফির বাবা প্রভাবশালী হওয়ায় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন। অভির দরিদ্র বাবা-মা অনেক মিনতি করেও অভিকে ছাড়াতে পারেন নি।অভির ক্ষেত্রে আইনের অনুশাসনের যে দিকটি প্রযোজ্য হয়নি –
2366. উক্ত দিকটি সমাজে প্রতিষ্ঠিত হলে, আইনের দৃষ্টিতে –
- ধনী-গরিব সকলেই সমান হবে
- সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে
- কেউ বাড়তি সুবিধা পাবে না
A,B,C
2367. The Modern State’ গ্রন্থটির লেখক কে?
- জন মিল
- এরিস্টটল
- অধ্যাপক গার্নার
- আর এম ম্যাকাইভার
2368. “আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতকগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত হয়।” – কে বলেছেন?
- হল্যান্ড
- উড্রো উইলসন
- অস্টিন
- এরিস্টটল
2369. ‘সার্বভৌম’ শব্দ দ্বারা কেমন ক্ষমতাকে বোঝায়?
- সামরিক
- স্থায়ী
- চরম ও চূড়ান্ত
- অলিক
2370. আইনের অন্যতম বৈশিষ্ট্য কী?
- আইন কখনো তার রীতিনীতি ভঙ্গ করে না
- আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে
- আইন সকলের জন্য সমান নয়
- যথাযথ কর্তৃপক্ষবা রাষ্ট্র আইন নিয়ন্ত্রণ করে না
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "রাষ্ট্র - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 237"