রাষ্ট্রীয়-ব্যবসায় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 256
2551. রাষ্ট্রীয় ব্যবসায়ে কিসের প্রভাব বেশি?
- আমদানি-রপ্তানির
- গণতন্ত্র
- মুনাফা গঠনের
- আমলাতন্ত্রের
2552. BTCL’ কী পরিমাণ ল্যান্ড লাইন গ্রাহককে সেবা প্রদান করেছে?
- প্রায় ১০ লক্ষ
- ৯ লক্ষ
- ১০ লক্ষ
- ১১ লক্ষ
2553. যৌথমালিকানায় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যবসায়ে সরকারের কমপক্ষে কতটুকু মালিকানা থাকতে হবে?
- 0.9
- 0.51
- 0.5
- 0.49
2554. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য –
- মুনাফা অর্জন
- সম্পদের সুষম বন্টন
- সামাজিক কল্যাণ
B,C
2555. কিছু পণ্যের উৎপাদন ক্ষমতা সরকারের নিকট রাখা জরুরি কেন?
- গোপনীয়তা রক্ষার্থে
- জাতীয় স্বার্থ রক্ষার্থে
- অধিক মুনাফা ভোগে
- ক্ষমতা বৃদ্ধিতে
2556. বিআরটিসি – এর প্রধান কাজ হলো –
- বাস ও ট্রাকের ভাড়া নির্ধারণ
- ড্রাইভিং লাইসেন্স প্রদান
- মোটরিং স্কুল নিবন্ধন
A,B,C
2557. PPP – তে কোন খাতকে সেবা তৈরির জন্য সরকার নিবন্ধন দিয়ে থাকে?
- রাষ্ট্রীয়
- বেসরকারি
- জাতীয়
- আন্তর্জাতিক
2558. কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা?
- কর্মসংস্থানের সুযোগ
- ব্যসস্থাপনার অদক্ষতা
- স্বজনপ্রীতি
- অপচয় বৃদ্ধি
2559. বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য জাতীয় সংসদে কাকে জবাবদিহি করতে হয়?
- প্রধানমন্ত্রীকে
- শিল্পমন্ত্রীকে
- শিল্প সচিবকে
- সরকারকে
2560. রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষতি কে বহন করে?
- ব্যবস্থাপকগণ
- পরিচালকগণ
- গ্রাহকগণ
- সরকারি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।