রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাতকার ও লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারণ করা হয়েছে। এমনকি ওই চারটি ইউনিটের সাক্ষাতকার মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবে।

অথচ মেধা তালিকায় স্থান পাওয়া অনেক ভর্তিচ্ছু একাধিক ইউনিটে চান্স পেয়েছেন। ওই ভর্তিচ্ছুরা কীভাবে একই দিনে ও একই সময়ে একাধিক ইউনিটের সাক্ষাতকারে অংশ নিবেন বা আদৌ অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, কৃষি অনুষদভুক্ত ‘জি’ ইউনিট, চারুকলা অনুষদভুক্ত ‘আই’ ইউনিটের সাক্ষাতকার ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষায় (এমসিকিউ) ইংরেজী বিভাগের জন্য মনোনীত ভর্তিচ্ছুদের সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লিখিত পরীক্ষা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, অনুষদগুলোর ভর্তি কমিটির সমন্বয়হীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে স্ব স্ব অনুষদের ডিন ও ভর্তি কমিটির আহবায়করা বলছেন-একাধিক ইউনিটে চান্স পেয়েছে এমন শিক্ষার্থীরা সিরিয়াল মিস করলেও পরে তাকে সুযোগ দেয়া হবে। তবে সিরিয়াল মিস হয়ে গেলে প্রথম দিকের পছন্দের বিভাগ পাওয়া যাবে কিনা-তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা।

কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী অভিযোগ করেন, তারা একাধিক ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছেন। একই দিনে প্রায় একই সময়ে সাক্ষাতকারের সময় নির্ধারণ করায় তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

খুলনা থেকে আগত ভর্তিচ্ছু জাহিদুল ইসলাম বলেন, ‘আমাকে ইংরেজীআইন বিভাগে প্রায় একই সময়ে লিখিত পরীক্ষা ও সাক্ষাতকারের জন্য ডাকা হয়েছে। ফলে কোন ইউনিটের পরীক্ষায় অংশ নিব, তা নিয়ে চরম সংশয়ে পড়েছি। ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা হলে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো।

এ বিষয়ে জানতে চাইলে আইন অনুষদের ভর্তি কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘অন্য তিনটি অনুষদের আগে আমরা ফল প্রকাশ ও সাক্ষাতকারের তারিখ নির্ধারণ করেছিলাম। এতে আমাদের কোনো দায় নেই। তবে কয়েকজন শিক্ষার্থী আমাকে এটি জানিয়েছে। আমি তাদের নাম রোলসহ সব তথ্য নিয়ে রেখেছি। পরে আসলেও তাদের পরীক্ষা নেয়া হবে।

চারুকলা অনুষদের ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অন্য অনুষদের সঙ্গে কথা বলে এটা নির্ধারণ না করায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে কোনো শিক্ষার্থী এ ধরনের সমস্যায় পড়লে, তার সিরিয়াল মিস হয়ে গেলেও তাকে সুযোগ দেয়া হবে।

রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘এটা আমার জানা ছিল না। ওই চারটি ইউনিটের ভর্তি কমিটির সঙ্গে আমি কথা বলবো। কেউ যাতে বাদ না পড়ে কিংবা সাক্ষাতকার দিতে গিয়ে এ কারণে ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

আরো পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A, C ও k ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের k ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ও সাক্ষাৎকারের সময়সূচী প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২২ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহজে চান্স পাবার টেকনিক

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline