যৌথ-মূলধনী-ব্যবসায় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 239
2381. সংঘবিধি হচ্ছে –
- কোম্পানি পরিচালনার নিয়মাবলি
- দলিলে পরিচালকদের দায় ও অধিকার থাকে
- লভ্যাংশ বন্টনপ্রণালির উল্লেখ থাকে
A,C
2382. যৌথ মূলধনী ব্যবসায়ের অভ্যন্তরীণ দৈনন্দিন কার্য পরিচালনা করা হয় কিসের ভিত্তিতে?
- বিবরণপত্র
- পরিমেল নিয়মাবলি
- স্মারকলিপি
- বিকল্প বিবরণপত্র
2383. কোম্পানি গঠনের সময় কীভাবে পরিচালক নিযুক্ত হয়?
- প্রবর্তক কর্তৃক
- সরকার কর্তৃক
- শেয়ারহোল্ডার দ্বারা
- পরিচালক দ্বারা
2384. প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ারহোল্ডারদের সুসম্পর্ক গড়ে ওঠার কারণ –
- শেয়ারহোল্ডারদের সংখ্যা কম থাকা
- আইনগত বাধ্যবাধকতা কম থাকা
- শেয়ার হস্তান্তরে বাঁধা-নিষেধ থাকা
A,C
2385. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে যেসব পদক্ষেপ বা আনুষ্ঠানিকতা পালন করতে হয় তা হলো-
- উদ্যোগ গ্রহণ পর্যায়
- দলিলপত্র দাখিল ও নিব্ন্ধন সংগ্রহ পর্যায়
- কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়
A,C
2386. ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক- এটি কোন ব্যবসায়ের বৈশিষ্ট্য?
- যৌথমূলধনী ব্যবসায়ের
- সমবায় সমিতির
- অংশীদারি ব্যবসায়
- যৌথমূলধনী ব্যবসায়
2387. কোম্পানি সংগঠন একটি –
- কৃত্রিম সত্তা বিশিষ্ট
- স্বেচ্ছামূলক
- মালিকানা থেকে আলাদা সংগঠন
A,B,C
2388. যৌথ মূলধনী ব্যবসায়ের সদস্যদের দ্বারা সরবরাহকৃত পুঁজিকে কী বলে?
- পুঁজি
- বিনিয়োগ
- শেয়ার
- শেয়ার মূলধন
2389. অবলেখক কারা?
- ঋণপত্রের লেখক
- ঋণপত্রের ক্রেতা
- শেয়ার ও ঋণপত্রের বিক্রেতা
- প্রচারকারী
2390. নিবন্ধনের প্রমাণস্বরূপ নিবন্ধক কী প্রদান করে?
- সদস্যপদ
- চাহিদাপত্র
- সরবরাহপত্র
- অনুমতিপত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "যৌথ-মূলধনী-ব্যবসায় - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 239"