যৌথমূলধনী-কোম্পানির-মূলধন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 119
1183. ইউরো কোম্পানি FASB অনুযায়ী হিসাব রাকার ফলে-
- সহজে নিট লাভ সম্পর্কে জানতে পারে
- ভবিষ্যত নিট নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করতে পারে
- দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে পারে
B,C
1184. কখন সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করা হয়?
- অগ্রাধিকার শেয়ারের পরে
- অগ্রাধিকার শেয়ারের পূর্বে
- অগ্রাধিকার শেয়ারের এক মাস পূর্বে
- অগ্রাধিকার শেয়ারের এক মাস পরে
1185. “চিরন্তন অস্তিত্ব’ সম্পর্কযুক্ত কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত?
- অংশীদারি
- সমবায় সমিতি
- কোম্পানি
- কারবারি জোট
1186. অনুমোদিত মূলধনের যে অংশ জনগণের নিকট বিক্রির জন্য প্রচার করা হয় তাকে কী বলে?
- অনুমোদিত মূলধন
- বিলিকৃত মূলধন
- ইস্যুকৃত মূলধন
- আদায়কৃত মূলধন
1187. কোম্পানি গঠনের সময় যে খরচাবলির সৃষ্টি হয় তাকে কী বলে?
- বর্হিমুখী খরচ
- বিশেষ খরচ
- প্রাথমিক খরচ
- নিয়মিত খরচ
1188. যারা শেয়ার ক্রয় করে তারা কোম্পানির –
- মালিক
- শেয়ারহোল্ডার
- মূলধনের যোগানদাতা
A,B,C
1189. কোম্পানি গঠনের উদ্দেশ্যে যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলে –
- পরিচালক
- ব্যবস্থাপক
- প্রবর্তক
- শেয়ার মালিক
1190. কোম্পানির মূলধন সংগ্রহের উৎস হচ্ছে –
- শেয়ার বিক্রয়
- ঋণপত্র বিক্রয়
- ঋণগ্রহণ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "যৌথমূলধনী-কোম্পানির-মূলধন - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 119"