যৌথমূলধনী-কোম্পানির-আর্থিক-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 134
1331. কোন কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করে?
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- সমবায় প্রতিষ্ঠান
- যৌথমূলদনী কোম্পানি
1332. অসমন্বিত বা অবলোপনযোগ্য ব্যয় হচ্ছে –
- ঋণপত্রের অবলেখন ব্যয়
- শেয়ার বাট্টা
- শেয়ার বা বন্ড ক্রয়
A,B
1333. চলতি দায় হলো –
- পাওনাদারবৃন্দ
- বকেয়া মজুরি
- নতুন আয়কর সঞ্চিতি
A,B,C
1334. পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে –
- পণ্য ক্রয় ক্রয় পরিবহন
- মজুরি ও আমদানি শুল্ক
- জাহাজ ভাড়া কারখানা ভাড়া ও বিদ্যুৎ খরচ
A,B,C
1335. যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ধাপ কয়টি?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
1336. একমালিকানা ব্যবসায়ের মালিকের বিনিয়োগকৃত অর্থের সাথে সকল প্রকার সঞ্চিতি ও নিট মুনাফা যোগ করে কী পাওয়া যায়?
- সংরক্ষিত আয়
- মালিকানাস্বত্ব
- নগদ তহবিল
- মোট সম্পত্তি
1337. ‘শেয়ার ও ঋণপত্রের বাট্টা’ – এর অবলোপিত অংশ কোন বিবরণীতে প্রদর্শিত হয়?
- আর্থিক অবস্থার বিবরণীতে
- নগদ প্রবাহ বিবরণীতে
- বিশদ আর্ন বিবরণীতে
- মালিকানাস্বত্ব বিবরণীতে
1338. কোনো একজন ব্যবসায়ী বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর ২০% লাভে পণ্য বিক্রয় করে থাকেন। চলতি বছরে তার বিক্রয়ের পরিমাণ হয়েছে ৬,০০,০০০ টাকা। মোট বিক্রয়ের ৬০% নগদে এবং ৪০% ধারে। তিনি ধারে বিক্রয়ের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করে থাকেন।বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?
- ৫০০০০০ টাকা
- ৪৮০০০০ টাকা
- ৩৬০০০০ টাকা
- ২৪০০০০ টাকা
1339. অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ –
- ৩০০০০ টাকা
- ১৮০০০ টাকা
- ১২০০০ টাকা
- ৬০০০ টাকা
1340. শেয়ার অবহার কী ধরনের সম্পদ?
- স্পর্শনীয়
- কাল্পনিক
- চলতি
- অস্পর্শনীয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "যৌথমূলধনী-কোম্পানির-আর্থিক-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 134"