আমাদের বিগত ব্যাচগুলোতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র/ছাত্রী, সরকারী-বেসরকারী চাকরিজীবী, ব্যাংকার, স্কুল কলেজ শিক্ষক, লেকচারার, সাংবাদিকসহ নানান পেশাজীবি ব্যক্তিত্ব আছেন। বিদেশ পড়ুয়া ছাত্র/ছাত্রী, চাকরিজীবী, প্রবাসী গৃহিণীও আছেন। তাই চাকরিজীবী, গৃহিনীসহ যেকেউ কোর্সে অংশ নিয়ে পার্টটাইম/ফুলটাইম পেশা হিসেবে ফ্রিল্যান্সিং কে বেছে নিতে পারেন। বিগত ব্যাচের শিক্ষার্থীদের দেখুন এখানে যেহেতু ফ্রিল্যান্সিং একটি গ্লোবাল পেশা এবং আপনার ক্লায়েন্ট বিশ্বের যেকোন প্রান্তেই থাকতে পারে তাই আপনাকে প্রথমত অবশ্যই ইংরেজীতে ভালো দক্ষ হতে হবে। ইংরেজীতে দক্ষতার জন্য আমাদের ইংরেজী স্পিকিং কোর্সে অংশ নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা সর্বনিম্ন এইচ.এস.সি পাশ রিকমেন্ড করবো। তবে শিক্ষার্থীর যদি ইংরেজি এবং কম্পিউটার বিষয়ে ভাল দক্ষতা থাকে তবে তিনি এপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮+ হতে হবে। ভারতীয় বাংলা ভাষীগণও এই কোর্সে অংশ নিতে পারবেন।