মৌলের-পর্যায়বৃত্ত-ধর্ম-ও-রাসায়নিক-বন্ধন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 783
7821. সমযোজী অণুতে বন্ধন ইলেকট্রন যুগল সমভাবে শেয়ার করে অষ্টকপূর্ণ করে, কার মতবাদ?
- লুইস
- পলিং
- স্লেটার
- প্রাউস
7822. মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি সর্বশেষ ইলেকট্রনটি p-অরবিটালে প্রবেশ করে, তবে তাদের বলে-
- s-ব্লক মৌল
- p-ব্লক মৌল
- d-ব্লক মৌল
- f-ব্লক মৌল
7823. অধাতব মৌলগুলো বন্ধন গঠন করে কীভাবে?
- ইলেকট্রন ত্যাগ করে
- ইলেকট্রন গ্রহণ করে না
- ইলেকট্রন শেয়অর করে
- উপরের সবগুলো
7824. কার্বন-কার্বন ত্রি-বন্ধনের দূরত্ব অপেক্ষা দ্বি-বন্ধনের দূরত্ব-
- কম
- বেশি
- মাধ্যম
- সমান
7825. DNA এর কাঠামো দ্বি-হেলিক্স কার মডেল?
- ওয়াটসন ও ক্রীক
- ভ্যান্ডারওয়ালস
- রাদারফোর্ড
- নীলস বোর
7826. নোবেল গ্যাসকে 18 গ্রুপে স্থান পাওয়া হয়েছে কেন?
- যোজনী ৪
- যোজনী শূন্য
- যোজনী ২
- যোজনী ৫
7827. একটি মৌল যার পরমাণুর শেষ ইলেকট্রন d অরবিটালে যায়, তাদের কী বলে?
- s ব্লক মৌল
- p ব্লক মৌল
- d ব্লক মৌল
- f ব্লক মৌল
7828. মৌলের রাসায়নিক ধর্ম একটি পর্যায়বৃত্ত প্রমাণ করেন কে?
- মেন্ডেলিফ
- বোর
- লুথার মেয়ার
- নিউল্যান্ড
7829. সমযোজী ব্ন্ধনে মৌলের তড়িৎ ঋণাত্মকতা 0.5 হলে অণুটি কেমন হয়?
- পোলার
- অপোলার
- দ্রবণীয়
- সবগুলো
7830. যে মৌলের পারমাণবিক সংখ্যা 11, পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?
- ২য়
- ৩য় পর্যায়ে
- ৪র্থ পর্যায়ে
- ৫ম পর্যায়ে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মৌলের-পর্যায়বৃত্ত-ধর্ম-ও-রাসায়নিক-বন্ধন - এইচএসসি-রসায়ন ১মপত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 783"