মৌলের-পর্যায়বৃত্ত-ধর্ম-ও-রাসায়নিক-বন্ধন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 791
7901. কোয়ান্টাম সংখ্যা বাড়লে-
- পরমাণুর আকার কমে
- ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে
- আয়নিকরণ শক্তি বাড়ে
- পরমাণুর ব্যাসার্ধ কমে
7902. আয়নিক ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্যকারী বিষয় কী?
- সমাণুতা
- দিকদর্শিতা
- গলনাঙ্ক
- সবকয়টি
7903. বন্ধন গঠনের উদ্দেশ্য হল-
- অষ্টক পূরণের উচ্ছা
- সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জন
- অন্য মৌলের সাথে মিলিত হবার ইচ্ছা
7904. CH4 অণুর চারটি সমযোজী বন্ধন সমশক্তি ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী?
- পলিং ও স্লোটার
- স্লোটার প্রাউস
- প্রাউস ও পলিং
- বোর ও সাইজেক
7905. পর্যায় সারণিতে 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান কোন পর্যায়ে?
- ২য় পর্যায়ে
- ৫ম পর্যায়ে
- ৩য় পর্যায়ে
- ৪র্থ পর্যায়ে
7906. কোন দ্রবণের pH এর মান 7 অপেক্ষা বেশি হলে দ্রবণটি-
- ক্ষারীয়
- এসিডীয়
- নিরপেক্ষ
- কোনটিই নয়
7907. নিচের কোন পদার্থের ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল কম-
- তরল পদার্থে
- কঠিন পদার্থে
- গ্যাসসমূহে
- কোনটিই নয়
7908. উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: A=ns2np4, n=2 ,A এর হাইড্রাইড এর বন্ধন কোণ হলো-
- 1200
- 104.5
- 109.28
- 1070
7909. উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: A=ns2np4, n=2 ,A এর হাইড্রাইটি তরল কারণ-
- আয়নিক বন্ধনের জন্য
- সমযোজী বন্ধনের জন্য
- ভ্যান্ডারওয়াল বলের জন্য
- হাইড্রোজেন বন্ধনের জন্য
7910. কোনটি সমযোজী যৌগ?
- CH4
- HC1
- HF
- HBr
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মৌলের-পর্যায়বৃত্ত-ধর্ম-ও-রাসায়নিক-বন্ধন - এইচএসসি-রসায়ন ১মপত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 791"