
চিত্রাঙ্কনে গোল্ডেন রেশিও এর ব্যাবহারে যে দুজন চিত্রশিল্পী অন্যতম তারা হলেন, লিওনার্দো দা ভিঞ্চি এবং পিয়েট মন্দ্রিয়ান। শিল্প এবং স্থাপত্যকর্মে গোল্ডেন রেশিও ব্যবহার নান্দনিকতার সৃষ্টি করে।
নারীত্বের প্রতিচ্ছায়া মোনালিসার ছবিটি লিওনার্দো দা ভিঞ্চি আঁকা শুরু করেছিলেন ১৫০৩ সালে। রহস্যে ভরপুর ছবিটির রহস্য উদ্ঘাটনের প্রয়াস চলেছে সকল দর্শনার্থির মন জুড়েই। এক দৃষ্টিকোন থেকে মোনালিসা হাসছে তো অন্যদিক থেকে দেখলেই হাসি উধাও। অধরা এ হাসির কারণ মেলানো ভার।।
গবেষণায় বলা হয়েছে যে, চিত্রকর্মটি দূরে স্থাপন করে যদি চোখের দিকে ফোকাস করে তাকানো যায় তখন এক সূক্ষ্ম তৃপ্তিকর হাসির দেখা মেলে অন্যদিকে যখন কাছের থেকে অথবা মুখের দিকে ফোকাস করে তাকানো যায় তখন হাসি অগচোরে চলে যায়।
চিত্রকরুর্মের মাঝে গোল্ডেন রেশিও এর ব্যাবহারের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা অন্যতম।
ফিরে আসা যাক চিত্রকর্মটিতে গোল্ডেন রেশিও এর ব্যাবহার সর্ম্পককে। প্রকৃতিতে খুঁজে পাওয়া এই গাণিতিক রেশিও এর ব্যাবহার চিত্র কে করে তোলে স্বাচছন্দময় এবং চোখের কাছে তৃপ্তিকর। এটা একটা অবচেতন আর্কষণের সৃষ্টি করে যেটি ছবি/ চিত্রকর্মটিকে বাস্তবরূপ প্রদান করে। আমাদের মস্তিস্কে এর প্রভাব বৃহৎ । গোল্ডেন রেশিও যাকে গোল্ডেন সেকশান,গোল্ডেন মিন, ডিভাইন প্রপোরসন বা গ্রীক অক্ষর “ফাই” ও বলা হয়ে থাকে। যখন একটি রেখা ২ ভাগে বিভক্ত হয় এবং বড় অংশটিকে (a) ছোট অংশটি (b) দ্বারা ভাগ করলে ভাগফলটি , a+b/a এর সমান হয়,
যা উভয়ই ১.৬১৮ এর সমান।
নিচের ছবিটিতে ক্যানভাস দিক থেকে এবং ক্যানভাস কেন্দ্র থেকে গোল্ডেন রেশিও দেখানো হয়েছে।

মোনালিসার চিত্রকর্মটির মাঝে অনেকগুলো গোল্ডেন রেক্টেঙ্গেল বিদ্যমান।তার মুখের প্রস্থ ক্যানভাস প্রস্থের একটি গোল্ডেন রেশিওর অনেক কাছাকাছি। এটি একি মাত্রার হলুদ আয়তক্ষেত্র দ্বারা চিত্রিত।ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে যে, তার চোখ সঠিকভাবে ক্যানভাস কেন্দ্রের সাথে সংযুক্ত। ক্যানভাস দিক থেকে চিত্রকর্মের কেন্দ্র থেকে গোল্ডেন রেশিও লাইন তার চুল প্রস্থের সঙ্গে চমৎকারভাবে সারিবদ্ধ।এছাড়া চিত্রকর্মের উলম্ব মাত্রায় গোল্ডেন রেশিও রয়েছে।সবচেয়ে বেশি লক্ষণীয় উপাদানগুলো হলো, তার মাথা, আচ্ছাদনকৃত ঘাড়ের রেখা এবং তার হাত। এগুলোও তাদের অবস্থানের মাঝে গোল্ডেন রেশিও প্রকাশ করে। অন্যান্য সকল ছবির মাঝে এধরণের কোন মাত্রা/সোজা লাইন নির্দিষ্ট নয়।
মোনালিসার চিত্রকর্মটি গোল্ডেন রেশিওর সাথে সঙ্গতি রেখেই উদ্ভাবিত। এবং গোল্ডেন রেশিওর নিয়ম অনুযায়ী এটা চোখের কাছে তৃপ্তিকর এবং বাস্তবরূপ প্রদানকারী।
লিওনার্দো দা ভিঞ্চির গোল্ডেন রেশিওর সাথে সঙ্গতি রেখে উদ্ভাবিত অন্যান্য চিত্রকর্মের মাঝে রয়েছে, দা লাস্ট সুপার , ওল্ড ম্যান , দা ভারটুভিয়ান ম্যান।

দা ভারটুভিয়ান ম্যান অথবা ম্যান ইন অ্যাকশন এর উচ্চতা, তার মাথা থেকে নাভি পর্যন্ত এবং নাভি থেকে পায়ের নিচ প্রান্ত পর্যন্ত গোল্ডেন রেশিওর সাথে সঙ্গতিপূর্ণ। এটা প্রতিটা মানুষের ঐশ্বরিক অনুপাত প্রকাশ করে ।।