মূল্যবোধ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 907
9061. মানুষের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, উচিত-অনুচিত ইত্যাদির সাথে সম্পৃক্ত বিধি-বিধানকে কী বলা হয়?:
- মূল্যবোধ
- আইন
- নৈতিকতা
- দৃষ্টিভঙ্গি
9062. কোন শ্রেণির আইনকে মৌলিক আইন বলা হয়?
9063. দক্ষিণা আফ্রিকার বর্ণবৈষম্য উচ্ছেদ কোন ধরনের সাম্যের উদাহরণ?
- স্বাভাবিক
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- সামাজিক
9064. আইন হচ্ছে নিম্নতমের প্রতি উদ্বর্ধতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ;-উক্তিটি কার?
- টমাস হবাস
- অধ্যাপক হল্যান্ড
- জন অস্টিন
- স্যাভিনি
9065. সাম্য বলতে বোঝায়-
- সকলের জন্য সমান সুযোগ
- নিজ নিজ দক্ষতা বিকাশের সুযোগ
A,B,C
9066. রাষ্ট্র যেসব নিয়ম তৈরি করে, অনুমোদন দেয় এবং বলবৎ করে সেগুলোকে আইন বলা হয়।- উক্তিটি কার?
- স্যালমন্ড
- এরিস্টটল
- গেটেল
- সেন্ট সাইমন
9067. যে শাসনব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকই সমান সুযোগ-সুবিধা ভোগ করে এবং যেটি জনমতের ভিত্তিতে পরিচালিত হয় তাকে কী বলা হয়?
- গণতন্ত্র
- একনায়কতন্ত্র
- নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
- সংসদীয় গণতন্ত্র
9068. রমজান আলী সাহেব মানিকগঞ্জ পৌরসভার মেয়র। তিনি স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নিজের ভোটাধিকার প্রযোগ করেন।অনুচ্ছেদে গণতান্ত্রিক মূল্যবোধের কীরুপ উপাদানের ইঙ্গিত রয়েছে?
- ঐকমত্য
- অবাধ রাজনৈতিক অংশগ্রহণ
- সাম্য
- জাতিগত সম্প্রীতি
9069. গণতান্ত্রিক মূল্যবোধের উক্ত উপাদান-
- স্বেচ্ছাচারিতার প্রতীক
- গণতন্ত্রের প্রতীক
- স্বাধীনতার প্রতীক
B,C
9070. যেখানে সরকারের কার্যক্রম সবারই অংশগ্রহণের সুযোগ আছে, সেটিই হলো গণতন্ত্র।-কে বলেছেন?
- আব্রাহাম লিংকন
- হেরেডোটাস
- স্যার জন সিলি
- ম্যাকাইভার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মূল্যবোধ - এইচএসসি-পৌরনীতি-1-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 907"