মূল্যবোধ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 905
9041. ব্যক্তিগত স্বাধীনতা হলো-
- চিন্তা ও বিবেকের স্বাধীনতা
- ধর্ম পালনের স্বাধীনতা
- জীবনধারনের অধিকার
A,B,C
9042. লকের মতে, স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?
- গণতন্ত্র
- বিচার বিভাগ
- আইন
- মৌলিক অধিকার
9043. সুশাসন ও মূল্যবোধের সম্পর্ক কীরূপ?
- খুব ঘনিষ্ঠ
- ঘনিষ্ঠ
- বিপরীতমূখী
- সমধর্মী
9044. স্বাধীনতা হলো এমন সব সুযোগ-সুবিধার সমাহার যা-
- ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে
- ব্যক্তির সুকুমার বৃত্তিগুলো বিকাশ সাধন করে
- ব্যক্তির সামাজিক মর্যাদা বৃদ্ধি করে
A,B,C
9045. বিবাহসংক্রান্ত রীতিনিতী কোন আইনের অধীন?
9046. সামাজিক মূল্যবোধের জাগ্রত হলে ব্যক্তিকে কী স্পর্শ করতে পারে না?
- কর্মচঞ্চলতা
- আত্মনির্ভরশীলতা
- উদাসীনতা
- কর্তব্যনিষ্ঠা
9047. Law শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
- Lag
- Log
- Leg
- Let
9048. সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে কী হিসেবে চিহ্নিত করা হয়?
- মূল্যবোধের সঠিক প্রয়োগ
- মুল্যবোধের অবক্ষয়
- সামাজিক অসমতা
- ন্যায়বিচারের অভাব
9049. যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন, উক্তিটি কার?
- সক্রেটিস
- এরিস্টটল
- টমাস হবস
- প্লেটো
9050. মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। -উক্তিটি কার?
- অধ্যাপক গার্নার
- অগাস্ট কোঁৎ
- ফ্রাঙ্কেল
- রর্বাট মুলার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মূল্যবোধ - এইচএসসি-পৌরনীতি-1-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 905"