মূল্যবোধ – এইচএসসি-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 902

 

মূল্যবোধ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 902

9016. মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো রাষ্ট্রপতি পরপর দু মেয়াদের বেশি নির্বাচিত হতে পানের না। এর ফলে মার্কিন সমাজে গড়ে ওঠে না-

  1. সুশাসন
  2. গণতান্ত্রিক মূল্যবোধ
  3. কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো
  4. ন্যায়বিচার

9017. গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কী?

  1. সবকিছু রিপোটিং করার স্বাধীনতা
  2. সরকারের স্বার্থ তুলে ধরা
  3. জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা
  4. রাজনীতিকদের অবস্থা তুলে ধরা

9018. আমাদের দেশে ঘুষ প্রথা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। কারণ-

  1. আমরা সচেতন
  2. আমরা সহজে কাজ সম্পন্ন করতে চাই
  3. আমর অসচেতন
  4. আমরা সহনশীল

9019. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের পর্যাপ্ত অফিস ও লাইব্রেরির সুবিধা রয়েছে। ফলে আইন প্রণয়নে বা কংগ্রেসের কার্যক্রমে তারা সুচিন্তিত মতামত দিতে সক্ষম হন।উক্ত অবস্থা দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনটি গড়ে উঠবে?

  1. কার্যকর কংগ্রেস
  2. দক্ষ প্রশাসন
  3. আইনের শাসন
  4. ন্যায়বিচার

9020. UNDP এর মতে, সুশাসনের মাধ্যমে নাগরিকগণ-

  1. আশা-আকাঙ্খার প্রকাশ করতে পারে
  2. অধিকার ভোগ করতে পারে
  3. চাহিদাগুলো মেটাতে পারে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline