কুইজ মডেল টেস্ট অনুশীলন : মুনাফা জেএসসি গণিত
6231. বার্ষিক মুনাফা শতকরা ১২ টাকা থেকে কমে ১০ টাকা হলে, ৪০০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা কম হবে?
- 300
- 320
- 350
- 400
6232. ১০০ টাকার ৪০% = কত টাকা?
- ১০ টাকা
- ৪০ টাকা
- ১০০ টাকা
- ১৪০ টাকা
6233. ৫% হার মুনাফায় ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
- ১৫১ টাকা
- ১৫০ টাকা
- ১৬০ টাকা
- ১৪০ টাকা
6234. মুনাফার হার ৫% হলে ২০০ টাকায়-
- মুনাফা ১০ টাকা।
- মুনাফা-আসল ২১০ টাকা।
- মুনাফা-আসল ও আসলের পার্থক্য মুনাফার সমান।
A,B,C
6235. বার্ষিক শতকরা ৮ টাকা হার মুনাফায় ৬২৫ টাকার ১ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা?
- 650
- 675
- 685
- 776
6236. শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বুঝায়?
- সরল মুনাফা
- চক্রবৃদ্ধি মূনাফা
- প্রবৃদ্ধি
- সঞ্চয়
6237. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- A = P + 1
- n =I/Pr
- ক্ষতি = বিক্রয়মূল্য>ক্রয়মূল্য
A,B
6238. ১০% সরল মুনাফা ৮০০ টাকার কত বছরের মুনাফা ১৬০ টাকা হবে?
- 1
- 2
- 3
- 4
6239. একটি দ্রব্য ১০০ টাকায় ক্রয় করে ১০% মুনাফায় বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে?
- ৯০ টাকা
- ১১০ টাকা
- ১০০ টাকা
- ১০ টাকা
6240. একটি শার্ট ২৫০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২০% মুনাফা হয়?
- ৩০০ টাকা
- ২৮০ টাকা
- ৩৫০ টাকা
- ৪০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মুনাফা - জেএসসি গণিত - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 624"