মুনাফা – জেএসসি-গণিত-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 623
মুনাফা জেএসসি গণিত | 6221. ২০% বার্ষিক মুনাফায় কত টাকা জমা রাখলে ১ বছর পর মুনাফাসহ ৩৬০ টাকা হবে?
- 200
- 250
- 300
- 350
6222. ১২% সরল মুনাফায় ৩০০ টাকার ৫ বছরের মুনাফা কত টাকা?
- 60
- 75
- 80
- 180
6223. যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, তা হচ্ছে-
- মুনাফা
- মুনাফার হার
- সময়কাল
- আসল
6224. ৫% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
- ১২ টাকা
- ১৫ টাকা
- ২০ টাকা
- ১০ টাকা
6225. চক্রবৃদ্ধি মূলধন ৭৮৭৩২ টাকা এবং প্রারম্ভিক মূলধন ৬২৫০০ টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
- 153232
- 16200
- 16232
- 16300
6226. একটি ইউনিয়নে বর্তমান জনসংখ্যা ২০,০০০ জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে ২০ জন হলে ২ বছর পর জনসংখ্যা কত জন হবে?
- 20080
- 20800
- 20808
- 20818
6227. কোনো পণ্যের প্রকৃত খরচ নির্ধারণে আনুষঙ্গিক খরচের সাথে পণ্যের ক্রয়মূল্য কী করতে হয়?
- যোগ
- বিয়োগ
- গুণ
- ভাগ
6228. মুনাফা-আসল =?
- আসল + মুনাফা
- আসল – মুনাফা
- আসল x মুনাফা
- আসল/মুনাফা
6229. একটি দ্রব্যের ক্রয় মূল্য ৫০ টাকা ও বিক্রয়মূল্য ৬০ টাকা হলে-
- ক্ষতি ১০ টাকা।
- লাভ ১০ টাকা।
- শতকরা লাভ ২০ টাকা।
B,C
6230. সুশীল কুমার বার্ষিক ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখলেন। ১ম বছরান্তে তার চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
- 320
- 310
- 300
- 280
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মুনাফা জেএসসি গণিত - 2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 623"