মানব-শরীর-চলন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 550
5491. কোন ধরনের কশেরুকা ট্রান্সভার্স ফোরামেন নামক ছিদ্র বহন করে?
- সারভাইকাল কশেরুকা
- থোরাসিক কশেরুকা
- লাম্বার কশেরুকা
- স্যাক্রাল কশেরুকা
5492. সর্বমোট কতটি অস্থির সমন্বয়ে মুখমন্ডল গঠিত?
- ১২টি
- ১৪টি
- ১৬টি
- ২২টি
5493. নিম্নলিখিত কারণে অস্থিভঙ্গ অবস্থার সৃষ্টি হয় –
- প্রচন্ড শক্তি
- চাপ ও ওয়াটিওপেটরোসিসঅস্টিওপোরোসিস ও ওলটিওমালাসিয়াঅস্থি ক্যান্সার
- টিউমার
- আর্থ্রাইটিস”;}}
A,B,C
5494. চলনে পদকে ডানে বা বামে সরায় কোন পেশি?
- ফ্লেক্সর
- এক্সটেনসর
- ল্যাটিসিয়াম
- ডেল্টয়েড
5495. মচকানো দেহের কোন অংশে বেশি ঘটে?
- কাঁধ
- পিঠ
- নিতম্ব
- গোড়ালি
5496. অঙ্গ মচকানোর ক্ষেত্রে স্থানচ্যুতি হয়?
- টেনডন
- পেশি
- টিস্যু
- অঙ্গুলী
5497. নিচের কোন অস্থিটি শ্রেণিচক্র গঠন করে?
- অক্সিপিটাল
- স্ফিনয়েড
- এথময়েড
- ইনোমিনেট
5498. সাধারণত অস্থিভঙ্গের ক্ষেত্রে ফ্রাকচার নির্ণয় করতে কোন প্যাথলজিকাল পরীক্ষা করা হয়?
- সিটিস্ক্যান
- এমআরআই
- এক্স-রে
- বোন স্ক্যান
5499. কোনটিতে হৃৎপেশি পাওয়া যায়?
- শ্বাসনালির প্রাচীর
- পৌষ্টিকনালির প্রাচীর
- জরায়ুর প্রাচীর
- হৃৎপিন্ডের প্রাচীর
5500. কঙ্কাল পেশির গুরুত্বপূর্ণ প্রোটিন হলো –
- অ্যালবুমিন
- প্রোলিন
- গ্লোবিউলিন
- মায়োসিন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-চলন - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-7"