ভ্যাসেলিন
শীত প্রায় চলে এসেছে, শীতের এই রুক্ষতা দূর করতে ত্বকের যত্নে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে উপাদানটি তা হল পেট্রোলিয়াম জেলী বা ভ্যাসলিন। বাজার ঘুরলে পাওয়া যায় নানা ব্রান্ডের নানা ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলী। বাজারের পেট্রোলিয়াম জেলী নানা উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে পেট্রল অন্যতম। ঠোঁট থেকে এই পেট্রোলিয়াম জেলী পানি বা খাবারের মাধ্যমে পেটে চলে যায়, যেটি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। “ইউরোপীয় ইউনিয়নের অনেকে পেট্রোলিয়াম জেলি পণ্য নিষিদ্ধ করেছে, এবং অনেকে বিশেষজ্ঞদের মতে এটি ক্যান্সারের মত রোগের সাথে সংযুক্ত হতে পারে” এমন তথ্য পাওয়া যায় onegoodthingbyjillee.com থেকে। তাই বাজারের পেট্রোলিয়াম জেলী ব্যবহার না করে ঘরে তৈরি করে নিতে পারেন নন-পেট্রোলিয়াম জেলী বা ভ্যাসলিন। খুব বেশি উপাদানের প্রয়োজন পড়বে না ঘরে ভ্যাসলিন তৈরি করার জন্য। ঘরে ভ্যাসলিন তৈরি করার সহজ নিয়ম পাওয়া যায় onegoodthingbyjillee.com, .littlehouseliving.com এবং adelightfulhome.com এ।
যা যেটি লাগবে
- ১/৮ কাপ বিশুদ্ধ মোম কুচি (প্রায় ১ আউন্স)
- ১/২ কাপ অলিভ অয়েলে
যেভাবে তৈরি করবেন
১। একটি প্যানে মোম এবং অলিভ অয়েল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন।
২। মোম গলে তেলের সাথে মিশে যাবে।
৩। দুইবার বলক আসলে চুলা থেকে নামিয়ে একটি খালি জারে রেখে দিন।
৪। এবার জারটি জানালার পাশে বা অন্য কোন স্থানে রেখে দিন।
৫। জানালার পাশে রাখলে ৩০ মিনিটের মধ্যে দেখবেন জেলী ঘন হয়ে বসে গেছে।
৬। আপনি যদি আরও বেশি ঘন এবং নরম চান তবে এতে অলিভ অয়েলের পরিমাণ বাড়িয়ে দিবেন। দেখবেন ভ্যাসলিন অনেক বেশি নরম হয়েছে। এই নন-পেট্রোলিয়াম জেলী ভ্যাসলিনের মত ব্যবহার করতে পারবেন। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
0 responses on "মাত্র ২টি উপাদান দিয়ে ঘরে তৈরি করে ফেলুন নিরাপদ "ভ্যাসেলিন""