মনে রাখার সহজ কৌশল:
—————
সুন্দরবন অঞ্চলের ৫টি জেলা—–
টেকনিক :- সুন্দরবনের বাঘ সাতারে খুব পটু।
বাঘ- বাগেরহাট
সাতারে- সাতক্ষীরা
খু- খুলনা
ব- বরগুনা
পটু- পটুয়াখালী
———-
উত্তর আফ্রিকার দেশগুলো মনে রাখার কৌশল:
——
টেকনিক:- MoSST WEAL come
দেশ ( রাজধানী )
Mo=মরক্কো (রাবাত)
S=সুদান (খার্তুম)
S= দক্ষিণ সুদান/South Sudan (জুবা)
T=তিউনিশিয়া (তিউনিশ)
W= পশ্চিম সাহারা/West Sahara (আল আইয়ুন)
E= মিশর/Egypt (কায়রো)
L= আলজেরিয়া (আলজিয়ার্স)
——
বিভিন্ন দেশের মুদ্রা মনে রাখার টেকনিক-
—–
যে দেশের মুদ্রার নাম
-“”পাউন্ড””
–
টেকনিক :- যুক্তরাজ্যে সিসা মিলে।
যুক্তরাজ্য- যুক্তরাজ্য
সি- সিরিয়া
সা- সাইপ্রাস
মি- মিশর
লে- লেবানন
যে দেশের মুদ্রার নাম শিলিং:
————
#টেকনিক:- সোমবারে কেউ তাস খেলো?
সোম- সোমালিয়া
কে- কেনিয়া
উ- উগান্ডা
তাস- তাঞ্জানিয়া
যে দেশের মুদ্রার নাম “”ক্রোনার””
যে দেশের মুদ্রার নাম “”লিরা””
—————
#টেকনিক:- তোর বেটি??
তোর- তুরস্ক
বেটি- ভ্যাটিকান
যে দেশগুলার মুদ্রার নাম “”দিনার””
—-
#টেকনিক:-আকুতি, বাহ!!!
আ- আলজেরিয়া
কু- কুয়েত
তি- তিউনিশিয়া
বাহ- বাহরাইন
—–
তুর্কি শব্দ সহজেই মনে রাখি:
***
—****
***
“” এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার
কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে
গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে আমার
বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে
খাওয়াবে “”।
__________
১। উজবুক,
২। দারোগা,
৩। তোপ,
৪। কুলি,
৫। চাকর,
৬। মুচলেকা,
৭। জঙ্গল,
৮। চাকু,
৯। কাচি,
১০। লাশ,
১১। বাবুর্চি,
১২। চকমক,
১৩। কোর্মা ।
আরো পড়ুন:
বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্নোত্তরঃ
বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ
বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান
0 responses on "মনে রাখার কৌশল - ৫"