মনে রাখার কৌশল:
–
সব চাকরির পরীক্ষাতে Spelling আসেই । প্রিলিতে ১একটা থাকবেই । তাই কিছু গুরুত্বপূর্ণ Spelling এবং যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল নিয়মিত অনুশীলন কর
—
——–
১। Lieutenant ( লেফটেনেন্ট ) – সামরিক পদবি, বদলি, প্রতিনিধি।(I আর Eউল্টা পাল্লা করে দেয় এবং A এর জায়গায় E দেয় তাই মনে রাখুন আগে I তারপর, E এবং N-পর A )
✿ছন্দ—- Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিঁপড়া।
———✿
—————
২। Psychological ( সাইকোলজিক্যাল ) – মনস্তাত্ত্বিক।( এখানে P, H না দেয়)
✿ছন্দ—- Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
———✿
—————
৩। Assassination ( এ্যাসএ্যাসিনেশন )- গুপ্তহত্যা।(এখানে S কম বেশি করে দে্য় এবং s পর e দেয় মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ—-Ass ass i nation – গাধা গাধা আমি জাতি।
———✿
—————
৪। Questionnaire- প্রশ্নমালা। (এখানে nnaire -কে দিয়ে ঝামেলায় ফেলে দেয়)
✿—-ছন্দ—-Question nai re – কোশ্চেন নাই রে।
———✿
—————
৫। Assessment – নির্ধারণ, পরিমাপ ,মূল্যায়ন।(এখানে S কম বেশি করে দেয় তাই মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ—-Ass e ss men t- গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
———✿
—————
৬। Hallucination- অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।এখানে মনে রাখুন L ডাবল এবং C এর I )
✿ছন্দ—-Hall u ci nation- হলে তুমি! ছি জাতি।(
———✿
—————
৭। Diarrhoea- উদারাময়।(এখানে I, A E এর অবস্থান পরিবর্তন করে দেয় এবং R কম বেশি করে দেয়)
✿ছন্দ—-Dia rr hoea – ডায়াল করো ডাবল rr হয়ে যাবে।
———✿
—————
৮। Bureaucracy- আমলাতন্ত্র।(এখানে U E,A এর অবস্থান উল্টা পাল্টা করে দেয় তাই reau -টি ভালো করে মনে রাখুন।
✿ছন্দ—-Burea u cracy- বুড়িয়া তুমি cracy.
———✿
—————
৯। Restaurant- রেস্টুরেন্ট।(এখানে Tপর U দেয় এবং Rপর E দেয় তাই মনে রাখুন tau এবং rant)
✿ছন্দ—-Rest a u r ant – বিশ্রাম এ তুমি আর পিঁপড়া।
———✿
—————
১০। Parallel- সমান্তরাল।এখানে L কম বেশি ও A এর জায়গায় E দেয়)
✿ছন্দ—-Par all e l -পার করো সকলকে ই।
———✿
—————
১১। Illegitimate- অবৈধ।(এখানে L কম দেয় , I না দিয়ে E দেয় এবং শেষের E দেয় না )
✿ছন্দ—-Il leg i tim ate – অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
———✿
—————
১২। Miscellaneous- বিবিধ।(এখানে L কম দেয় ও একসঙ্গে S ডাবল দেয় এবং eous উল্টা পাল্টা করে দেয় তাই মনে শেষে eous আছে ও M এর S একটি এবং Lদুটি
✿ছন্দ—-Mis cell an e o us- মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে।
(cell-ক্ষুদ্র কক্ষ)
আরো পড়ুন:
সন্ধি মনে রাখার কৌশল
ভারতের ৭টি অঙ্গরাজ্য মনে রাখার কৌশল
১৩১টি গুরুত্বপূর্ণ ইংরেজি বানান এবং মনে রাখার কৌশল
0 responses on "মনে রাখার কৌশল - ১"