মজুদ-পণ্যের-হিসাবরক্ষণ-পদ্ধতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 158
1571. জনাব রাকিব তার প্রতিষ্ঠানের মজুদ পণ্য ৫,০০০ টাকা অতি মূল্যায়ন করলো। এর ফলে হ্রাস পাবে –
- পরিচালন মুনাফা
- নিট মুনাফা
- মালিকানা/স্বত্ব তহবিল
A,B,C
1572. মজুদের সর্বোচ্চ সীমা নির্ধারণে বিবেচ্য বিষয় –
- মাল ব্যবহারের হার
- প্রয়োজনীয় অন্তবর্তী সময়
- গুদামের অভ্যন্তরে স্থানের পরিমাণ
A,B,C
1573. অবিরত তালিকা পদ্ধতিতে মজুদ মালের হিসাব রাখা হলে মজুদের পরিমাণ কখন জানা যাবে?
- দিন শেষে
- মাস শেষে
- বছর শেষে
- প্রতি মুহূর্তে
1574. ব্যবসায়ের সাফল্য নির্ভর করে –
- মজুদ পণ্যের সঠিক মূল্য নির্ধারণের ওপর
- মজুদ পণ্যের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার ওপর
- সঠিক নীতি নির্ধারণের ওপর
A,B
1575. পণ্য মজুদের প্রধান উদ্দেশ্য কী?
- মুনাফা অর্জন
- ব্যয় নির্ধারণ
- প্রতিষ্ঠান পরিচালনা
- চলতি সম্পদ সংরক্ষণ
1576. উৎপাদনে কাঁচামাল ইস্যুর বিভিন্ন গড় পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি সর্বাপেক্ষা জনপ্রিয় পদ্ধতি?
- আয়যুক্ত গড় পদ্ধতি
- ভারযুক্ত গড় পদ্ধতি
- মুনাফাযুক্ত গড় পদ্ধতি
- ব্যয়যুক্ত গড় পদ্ধতি
1577. ক্রয় অধিযাচনপত্রের মাধ্যমে ক্রয় বিভাগকে জানানো হয় –
- মালের পরিমাণ
- মাল ক্রয়ের সময়
- নির্দিষ্ট মাল সম্পর্কে
A,C
1578. সোহান ট্রেডার্সে জানুয়ারি মাসের ৫ তারিখে ৩,০০০ টাকার, ৮ তারিখে ১,০০০ টাকার, ১৪ তারিখে ৫০০ টাকার এবং ২৫ তারিখে ২০০ টাকার পণ্য ক্রয় করা হলো। জানুয়ারি মাসের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?
- ৪২০০ টাকা
- ৪৫০০ টাকা
- ৪৭০০ টাকা
- ৫০০০ টাকা
1579. ম্যাটাডোর বলপেন লি. কলম উৎপাদনে ব্যবহৃত প্লাস্টিক হিসাবকালে ৫,০০০ টাকা কম মূল্যায়ন করলো। এর ফলে –
- কলমের মূল্য বৃদ্ধি পাবে
- প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাবে
- প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পাবে
A,C
1580. কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করলে জাবেদা দাখিলা কোনটি?
- প্রদেয় বিল হিসাব ডে. ক্রয় ফেরত হিসাব ক্রে.
- প্রদেয় হিসাব ডে. ক্রয় ফেরত হিসাব ক্রে.
- প্রদেয় হিসাব ডে. ব্যবসায়িক পণ্য হিসাব ক্রে.
- প্রদেয় হিসাব ডে. সেবা আর্ন হিসাব ক্রে.
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মজুদ-পণ্যের-হিসাবরক্ষণ-পদ্ধতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 158"