মজুদ-পণ্যের-হিসাবরক্ষণ-পদ্ধতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 157
1561. নির্দিষ্ট সময় শেষে সব মজুদের পরিমাণ গণনা করে পণ্যের অস্তিত্ব যাচাই ও মূল্য নিরূপণ করাকে কী বলে?
- কালান্তিক মজুদ পদ্ধতি
- প্রত্যক্ষ পদ্ধতি
- অবিরত মজুদ পদ্ধতি
- পরোক্ষ পদ্ধতি
1562. জনাব আসিফ ৫০,০০০ টাকার পণ্য স্বপনের কাছ থেকে ক্রয় করে। ক্রয় চালানে অন্যান্য শর্তের সাথে C1F শব্দটি উল্লেখ ছিল। এর অর্থ হলো –
- পরিবহন খরচ ক্রেতা দিবে
- পরিবহন খরচ বিক্রেতা দিবে
- বীমা খরচ বিক্রেতা দিবে
B,C
1563. কালান্তিক মজুদ পদ্ধতিতে ধারে ব্যবসায়িক পণ্য বিক্রয়ের জাবেদা দাখিলা কোনটি?
- প্রাপ্য হিসাব ডে. বিক্রয় হিসাব ক্রে.
- প্রাপ্য হিসাব ডে. ব্যবসায়িক পণ্য হিসাব ক্রে.
- প্রাপ্য হিসাব ডে. সেবা আর্ন হিসাব ক্রে.
- সেবা আর্ন হিসাব ডে. প্রাপ্য হিসাব ক্রে.
1564. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান কালান্তিক মজুদ তালিকা পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্য নিরূপণ করে?
- বৃহৎ প্রতিষ্ঠান
- ক্ষুদ্র প্রতিষ্ঠান
- মাঝারি ধরনের প্রতিষ্ঠান
- সব ধরনের প্রতিষ্ঠান
1565. প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে কী পাওয়া যায়?
- মোট মুনাফা
- নিট মুনাফা
- বিক্রিত পণ্যের ব্যয়
- উৎপাদন ব্যয়
1566. কীভাবে ব্যবসায়ের মুনাফা নির্ণীত হয়?
- বিক্রয় রাজস্ব হতে বিক্রিত দ্রব্যের ব্যয় বাদ দিয়ে
- বিক্রয় রাজস্ব হতে বিক্রিত দ্রব্যের ব্যয় যোগ করে
- আয় অর্জিত মুনাফা হতে ব্যয় বাদ দিয়ে
- আয় অর্জিত মুনাফার সাথে ব্যয় যোগ করে
1567. গাড়ির ফুয়েলিং স্টেশনে নিম্নের কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?
- L1FO
- F1FO
- সাধারণ গড় পদ্ধতি
- ভারযুক্ত গড় পদ্ধতি
1568. সময় ভিত্তিক মজুদ পদ্ধতিতে বাকিতে পণ্য দ্রব্য ক্রয় করলে সঠিক জাবেদা কোনটি?
- মজুদ পণ্য হিসাব ডে. প্রদেয় হিসাব ক্রে.
- ক্রয় হিসাব ডে. প্রদেয় হিসাব ক্রে.
- পণ্য দ্রব্য হিসাব ডে. পাওনাদার হিসাব ক্রে.
- ক্রয় হিসাব ডে. নগদান হিসাব ক্রে.
1569. বাট্টার সুযোগ গ্রহণ কার উপর নির্ভরশীল?
- ক্রেতা
- বিক্রেতা
- সরবরাহকারী
- পাওনাদার
1570. কোনটি উল্লেখ থাকলে বিক্রেতা পণ্যের বীমা ও পরিবহন খরচ প্রদান করে?
- FOB
- C1F
- FOR
- COF
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।