মজুদ-পণ্যের-হিসাবরক্ষণ-পদ্ধতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 156
1551. F1FO পদ্ধতির পূর্ণরূপ কী?
- F1rst 1nput F1rst output
- Fre1ght 1n Fre1ght out
- F1rst 1n F1rst out
- F1xed 1ncome F1xed outcome
1552. বহুঘরবিশিষ্ট ছকে কয়টি ধাপ রয়েছে?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
1553. মাল খতিয়ানে সংরক্ষণ করা হয় –
- মালের মূল্যের পরিমাণ
- মালের পরিমাণ
- মালের মূল্য ও পরিমাণ
- মালের গুণাগুণ
1554. পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন মজুদ পদ্ধতি অধিক উপযোগী?
- আগে আসলে আগে যায় পদ্ধতি
- শেষে আসলে আগে যায় পদ্ধতি
- সাধারণ গড় পদ্ধতি
- ভারযুক্ত গড় পদ্ধতি
1555. FOB Dest1nat1on শর্তে ভাড়া পরিশোধ করে –
- ক্রেতা
- বিক্রেতা
- পাওনাদার
B,C
1556. মাল খতিয়ানের পদ্ধতি হলো –
- L1FO
- F1FO
- অবিরত মজুদ পদ্ধতি
A,B,C
1557. বহুঘরবিশিষ্ট ছকের দ্বিতীয় ধাপে কী লেখা হয়?
- ক্রয়
- উদ্বৃত্ত
- বিক্রয়
- ক ও গ উভয়ই
1558. ব্যয় তথ্যাবলি লিপিবদ্ধের ভিত্তি হলো –
- ভাউচার
- বিন কার্ড
- পে-রোল
A,B,C
1559. কোন পদ্ধতিতে মাল ইস্যু এবং বিক্রয় করা কঠিন ব্যয়সাপেক্ষ ব্যাপার?
- নির্দিষ্ট চিহ্নিতকরণ পদ্ধতিতে
- আগে আসলে আগে যাবে পদ্ধতিতে
- পরে আসলে আগে যাবে পদ্ধতিতে
- ভারযুক্ত গড় পদ্ধতিতে
1560. রক্ষণশীল নীতি অনুযায়ী পণ্য মূল্যায়নে বিবেচ্য বিষয় কী?
- ক্রয়মূল্য
- বিক্রয়মূল্য
- ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে যেটি বেশি
- ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে যেটি কম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মজুদ-পণ্যের-হিসাবরক্ষণ-পদ্ধতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 156"