মজুদ-পণ্যের-হিসাবরক্ষণ-পদ্ধতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 164
1631. মুনাফার শতকরা হারের সূত্র কোনটি?
- (মুনাফা/মোট ব্যয়) x ১০০
- (মোট ব্যয়/মোট মুনাফা) x ১০০
- (মোট বিক্রয় x ক্রয়ের ওপর শতকরা হার)
- (বিক্রয়/বিক্রয় খরচ) x ১০০
1632. কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করে –
- মুদি দোকান
- হার্ডওয়্যার দোকান
- ঔষধের দোকান
A,B,C
1633. কালান্তিক মজুদ পদ্ধতিতে সুবিধা হলো –
- ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানে সহজেই প্রয়োগ করা যায়
- ভুল-ত্রুটি কম হয়
- এটি সময় সাশ্রয় করে
A,B,C
1634. জনাব বিমল সোনার বাংলা রাইস এজেন্সির স্বত্বাধিকারী। ২০১৪ সালের জানুয়ারি ১ তারিখে তার গুদামে ২৮ টাকা দরে ২০০ কেজি, ৩৪ টাকা দরে ৬০০ কেজি এবং ৪২ টাকা দরে ১৫০ কেজি চাল মজুদ ছিল। উক্ত মজুদ মাল থেকে সে ৪৫০ কেজি চাল বিক্রয় করলো।সরল গড় পদ্ধতিতে কেজি প্রতি চালের ইস্যু মূল্য কত হবে?
- ২৮.২০ টাকা
- ৩২.৪২ টাকা
- ৩৪.৬৭ টাকা
- ৪২.৩০ টাকা
1635. উপর্যুক্ত তথ্যের আলোকে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত?
- ২২৬০২ টাকা
- ১৪৫৮৬ টাকা
- ১৬৬৯৮ টাকা
- ১৮৬৩২ টাকা
1636. কোন পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করলে ব্যয় হ্রাস পায়?
- নিয়মিত মজুদ তালিকা পদ্ধতিতে
- অবিরত মজুদ তালিকা পদ্ধতিতে
- কালান্তিক মজুদ তালিকা পদ্ধতিতে
- স্বয়ংক্রিয় মজুদ তালিকা পদ্ধতিতে
1637. বিন কার্ডে উল্লেখ থাকে –
- মালের মূল্য
- বাট্টার পরিমাণ
- মাল ক্রয়ের পরিমাণ
- মালের আগমন-নির্গমনের পরিমাণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মজুদ-পণ্যের-হিসাবরক্ষণ-পদ্ধতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 164"