আমরা মজিলায় যখন নিউ ট্যাব ওপেন করি তখন ছয়টি বক্সে আমরা ছয়টি লিংক দেখতে পাই। এগুলো আমাদের পেজ ভিউজ এর উপর ডিপেন্ড করে সেট হয়। কিন্তু আমরা যদি চাই আমরা যখন নতুন ট্যাব ওপেন করবো তখন আমাদের পছন্দ মত একটি ওয়েবসাইট লোড হবে, যেমন ধরুন মজিলার ডিফল্ট সার্চ হোমপেজ বা গুগল সার্চ পেজ বা অন্য কিছু? সেটাই করে দেখাবো।
এবার আসুন আমরা আমাদের ব্লগের সার্চ পেজটি নতুন ট্যাব অপশনে যোগ করে দেখাই। আপনারা আপনাদের মন মত ওয়েব এড্রেস বসিয়ে নিবেন।
ফায়ারফক্সের নিউ ট্যাব অপশন চেঞ্জ কর
ধাপ ১: প্রথমেই ফায়ারফক্স ওপেন কর
ধাপ ২: এবার এড্রেস বারে লিখুন about:config এবং কীবোর্ড হতে এন্টার প্রেস কর
ধাপ ৩: তাহলে নিচের স্ক্রীনশটের মত একটি মেসেজ দেখতে পাবেন। I’ll be careful, I promise! বাটনে ক্লিক কর
ধাপ ৪: এবার টাইপ কর browser:newtab তাহলে নিচের স্ক্রীনশটের মত দেখাবে। সেখান হতে browser.newtab.url এ ডাবল ক্লিক কর আপনি চাইলে স্ক্রল করে browser.newtab.url অপশনটি স্ক্রল করেও বের করতে পারেন।
ধাপ ৫: এবার নিচের স্ক্রীনশটের মত একটি উইন্ডো আসবে। সেখানে about:newtab মুছে নিউট্যাব ওপেন করলে যে ওয়েবসাইটটি দেখতে চান সেটির ইউআরএল দিন। আমি http://search.computerclubbd.com/ লিখে ওকে বাটনে ক্লিক করি। তারপর কনফিগারেশন ট্যাবটি ক্লেজ করে দেই। ব্যাস কাজ শেষ।
ধাপ ৬: এবার নতুন ট্যাব (ctrl+t) ওপেন করে দেখুন। তাহলে দেখতে পাবেন আপনার এড করা ইউআরএলটিই লোড হচ্ছে। আর যদি মজিলার ডিফল্ট সার্চ হোম পেজ দেখাতে চান তাহলে ইউআরএল এ লিখুন about:home ব্যাস।
0 responses on "মজিলা ফায়ারফক্সের নিউ ট্যাবে অটো ওপেন করুন নতুন একটি ইউআরএল"