এইচএসসি পদার্থবিজ্ঞান ২য়পত্র মডেল টেস্ট – 1437
14361. কোন ঘটনা আড় তরঙ্গের একটি প্রকৃষ্ট প্রমাণ?
- ব্যতিচার
- অপবর্তন
- সমবর্তন
- গ্রেটিং ধ্রুবক
14362. স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামকসম্পন্ন কয়টি পরমাণূর কম্পনের ফলে অবলোহিত রশ্মি উপন্ন হয়?
- এক পরমাণুর
- দ্বি-পরমাণুর
- ত্রি-পরমাণুর
- কোনোটিই নয়
14363. পরিবর্তনশীল তড়িৎক্ষেত্র দ্বারা কী উৎপন্ন হয়?
- জেনারেটর
- চৌম্বকক্ষেত্র
- তরঙ্গ
- ব্যতিচার
14364. আলোকের সমবর্তন পরিক্ষায় কয়টি কেলাস ব্যবহার করা হয়?
- দুটি
- চারটি
- তিনটি
- সাতটি
14365. কম্পন তলের সাথে যে তলটি লম্বভাবে অবস্থান করে তাকে কী বলে?
- অপবর্তন তল
- কম্পিত তল
- সমবর্তন তল
- ব্যতিচার তল
14366. শূন্য মাধ্যমে কোন বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য 0.03 cm?
- অবলোহিত
- অতিবেগুনী
- বেতার
- গামারশ্মি
14367. আলোকের সমবর্তনে তরঙ্গের কম্পন-
- দুটি তলে সীমাবদ্ধ থাকে
- কেবল একটি নির্দিষ্ট দিকে থাকে
- একটি তলেই সীমাবদ্ধ থাকে
- কোনটিই নয়
14368. স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলার যন্ত্রে কোন রশ্মি ব্যবহৃত হয়?
- অবলোহিত রশ্মি
- অতিবেগুনি রশ্মি
- এক্স-রে
- মাইক্রোওয়েভ
14369. তাড়িতচৌম্বকীয় বিকিরণ উৎপন্ন করে নিচের কোনটি?
- আধান
- কণা
- ত্বরিত আধান
- তরঙ্গ
14370. তাড়িতচৌম্বক তরঙ্গ তড়িৎ ক্ষেত্রের কী ধরণের সমবায়
- সমান্তরাল সমবায়
- কৌণিক সমবায়
- লম্ব সমবায়
- বৃত্তীয় সমবায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আরো পড়ুনঃ
গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক
এইচএসসি “জীববিজ্ঞান ১মপত্র” মডেল টেস্ট
এইচএসসি “জীববিজ্ঞান ১মপত্র” মডেল টেস্ট
0 responses on ""ভৌত আলোকবিজ্ঞান" এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র মডেল টেস্ট - 1437"