
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 9
81. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হল-
- ইথিলিন
- পিরিডিন
- কার্বন মনোক্সাইড
- মিথেন
82. যানবাহনের কালো ধোয়া কিভাবে পরিবেশকে দূষিত করে?
- বাতাসে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- বাতাসে সালফার-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- বাতাসে ফ্লোরাইডের পরিমান বৃদ্ধি করে
83. বাতাসে ফ্লোরাইডের পরিমান বৃদ্ধি করে-
- কম
- বেশি
- সমান
- কোনটিই নয়
84. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
- প্রাকৃতিক পরিবেশ
- সামাজিক পরিবেশ
- বায়বীয় পরিবেশ
- সাংস্কৃতিক পরিবেশ
85. বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?
- অ্যাটমস্ফিয়ার
- স্ট্রাটোস্ফিয়ার
- আয়নোস্ফিয়ার
- ওজোন
86. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?
- 0.8202
- 0.7802
- 0.8002
- 0.7602
87. বাতাসে মিথেনের পরিমাণ কত?
- 0.00002
- 0.000002
- 0.0000002
- 0.00000002
88. বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-
- কার্বন ডাই অক্সাইড
- জলীয় বাষ্প
- নাইট্রিক অক্সাইড
- CFC বা ক্লেরোফ্লোরো কার্বন
89. আয়তন অনুযায়ী বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত?
- 0.5
- 0.35
- 0.3
- 0.21
90. বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয় যায়/বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি-
- অক্সিজেন
- হাইড্রোজেন
- নাইট্রোজেন
- কার্বন ডাই অক্সাইড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।