
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14
131. লাভা গঠিত মালভূমি কোনটি?
- তিব্বত
- দাক্ষিণাত্য
- কিলোরেডে
- মেক্সিকো
132. পৃথিবীর মণ্ডল তিনটির নাম-
- অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল
- অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, বারিমণ্ডল
- বায়ুমণ্ডল, বারিমণ্ডল, কেন্দ্রমণ্ডল
- অশ্মমণ্ডল, বারিমণ্ডল, বায়ুমণ্ডল
133. পাললিক শিলার অন্য নাম কি?
- পরিবর্তিত শিলা
- স্তরীভূত শিলা
- অস্তরীভুত শিলা
- গ্রানাইট শিলা
134. মার্বেল পাথর কোন শ্রেণীর পাথর?
- আগ্নেয় শিলা
- পাললিক শিলা
- রূপান্তরিত শিলা
- উপরের কোনোটিই নয়
135. ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?
- অক্সিজেন
- নাইট্রোজেন
- কার্বন ডাই অক্সাইড
- ম্যাঙ্গানিজ
136. পাললিক শিলায়-
- স্তর নেই, জীবাশ্ম আছে
- স্তর আছে, জীবাশ্ম নেই
- স্তর ও জীবাশ্ম দুটোই আছে
- স্তর ও জীবাশ্ম কোনটিই নেই
137. চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
- নিস
- ফিলাইট
- মার্বেল
- ক্যালসাইট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।