ব্রিটেনে পড়তে যাওয়া অনেক ছাত্রছাত্রীদেরই স্বপ্ন। হয়তো আপনারও তাই। কিন্তু আপনি জানেন কি কিভাবে আপনি ব্রিটেনে স্টুডেন্ট ভিসা এর জন্য আবেদন করতে পারেন?
জেনে নিন ব্রিটেনে স্টুডেন্ট ভিসা যাবতীয় বিষয় …
ব্রিটেনের স্টুডেন্ট ভিসা কত প্রকার?
ব্রিটেনে স্টুডেন্ট ভিসা দুই ধরণের। ৬ মাসের কম এবং ৬ মাসের বেশি অর্থাৎ প্রার্থী যদি কোন ডিগ্রী বা কলেজ কোর্স করতে যায় । যার জন্য ৬ মাসের বেশি সময় লাগবে। তবে তাকে study visa আবেদন করতে হবে। ১৮ বছরের কম হলে child study visa এবং কোন কোর্স যেমন- ১১ মাসের ইংরেজী ভাষা শিখার এবং ৬ মাসের কম কোন কোর্স হলে study visit ভিসা আবেদন করতে হবে। যেটি Tier 4 (General) student visa এর আওতাভুক্ত। আবেদনের পূর্বে সকল প্রার্থীদের স্টুডেন্ট ভিসা সংক্রান্ত পলিসি জেনে নিতে হবে।
ব্রিটেনে স্টুডেন্ট ভিসার জন্য আবেদনের শর্তাবলী
- আবেদনকারীর বয়স ১৬ বছর বা তার বেশি হতে হবে
- ইংরেজী বলতে, লিখতে, পড়তে এবং বুঝতে পারতে হবে
- কোর্স ফি ও নিজের ভরণপোষণ বাবদ পর্যাপ্ত অর্থ থাকতে হবে
- প্রার্থীকে অবশ্যই ইউরোপিয়ান ইকনমিক এরিয়া (ইইএ) (European Economic Area -EEA) এবং সুইজারল্যান্ড এর বহির্ভূত কোন দেশের হতে হবে। বাংলাদেশ ইউরোপিয়ান ইকনমিক এরিয়া (ইইএ) এর বহির্ভূত দেশ হওয়ায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে।
- অবশ্যই স্পন্সর থাকতে হবে।
ভিসা ফী
- ভিসা প্রসেসিং এর জন্য প্রত্যেক আবেদনকারীকে ৩২২ ব্রিটিশ পাউন্ড (প্রায় ৩৮,৩৩৪ টাকা) ভিসা ফী হিসেবে জমা দিতে হবে।
- হেলথ-কেয়ার চার্জ হিসেবে নির্দিষ্ট ফী প্রদান করতে হবে। বিভিন্ন কারণের উপর ভিত্তি করে হেলথ-কেয়ার চার্জ বিভিন্ন হয়ে থাকে। আপনার হেলথ-কেয়ার চার্জ কত হবে তা জানতে, প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করলেই হেলথ-কেয়ার চার্জের পরিমাণ কত তা জানা যাবে।
ব্রিটেনে স্টুডেন্ট ভিসা এর মেয়াদ বাড়ানো
স্টুডেন্ট ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে সুনির্দিষ্ট কারণ দেখানোর মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানো যায়। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে। কোর্স শেষ হওয়ার পূর্বেই যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তবে নির্দিষ্ট ফী প্রদান করে স্টুডেন্ট ভিসার মেয়াদ বাড়াতে হবে।
- আবেদনকারীকে ব্রিটেনে অবস্থান করতে হবে
- স্টুডেন্ট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রয়োজনীয়তা যোগ্যতা এবং কারণ সমূহ থাকতে হবে
- ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করার পূর্বে ‘Tier 4 Guidance’ টি আবেদনকারীকে পরে নিতে হবে।
- স্টুডেন্ট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রত্যেক আবেদনকারীকে ৪৩৯ ব্রিটিশ পাউন্ড (প্রায় ৫২,০৫০ টাকা) ফী হিসেবে জমা দিতে হবে।
- হেলথ-কেয়ার চার্জ হিসেবে নির্দিষ্ট ফী প্রদান করতে হবে। বিভিন্ন কারণের উপর ভিত্তি করে হেলথ-কেয়ার চার্জ বিভিন্ন হয়ে থাকে। আপনার হেলথ-কেয়ার চার্জ কত হবে তা জানতে নিচের লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করলেই হেলথ-কেয়ার চার্জের পরিমাণ কত তা জানা যাবে।
- হেলথ-কেয়ার চার্জ জমা দিতে নিচের লিঙ্কে ক্লিক কর –
→ হেলথ-কেয়ার চার্জ - ‘বায়োমেট্রিক তথ্য’ যেমন – ‘আঙ্গুলের ছাপ এবং আবেদনকারীর একটি ছবি’ ভিসার মেয়াদ বাড়ানোর সময় প্রদান করতে হবে। এ সময় প্রত্যেক আবেদনকারীকে ১৯.২০ ব্রিটিশ পাউন্ড (প্রায় ২,২৭৬ টাকা) ফী হিসেবে জমা দিতে হবে।
ব্রিটেনে স্টুডেন্ট ভিসা এর মেয়াদ
- ৬ মাসের কোর্সের ক্ষেত্রে কোর্স শুরু হওয়ার ১ সপ্তাহ আগে যুক্তরাজ্যে যেতে পারবেন
- ৬ মাসের বেশি সময়সীমার কোর্সের ক্ষেত্রে কোর্স শুরু হওয়ার ১ মাস আগে যুক্তরাজ্যে যেতে পারবেন
- যুক্তরাজ্যে কত দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন তা নির্ভর করবে কোর্সের ধরণের উপরে এবং যে যে কোর্স করে আপনি যুক্তরাজ্যে গিয়েছেন তার উপর।