স্বাধীকার আন্দোলনঃ

  • বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা — হাজী শরীয়তউল্লাহ
  • হাজী শরীয়তউল্লাহ জন্ম গ্রহন করেন — ১৭৮১ সালে মাদারীপুর জেলায়
  • প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীকার আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন — তিতুমীর
  • তিতুমীর এর প্রকৃত নাম — মীর নিসার আলী
  • তিতুমীর এর জন্মগ্রহন কোথায় — চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাঁদপুর গ্রামে
  • নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংশ হয় কোন সালে — ১৮৩১ সালে
  • বাশেঁর কেল্লা পরিকল্পনা করেন কে — গোলাম মাসুম
  • নারিকেলবাড়ীয়ার প্রথম যুদ্ধে পরাজিত হয় — ইংরেজ আলেকজান্ডার
  • কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় — লেঃ কর্ণেল ষ্টুয়ার্ট
  • বাংলাদেশে ইংরেজী শিক্ষা চালু হওয়ায় কোন সমপ্রদায় সবচেয়ে বেশী উপকৃত হয় — হিন্দু
  • কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয় — হিন্দু কলেজ
  • ফকির-সন্যাসীদের সাথে ইংরেজদের খন্ড যুদ্ধগুলো সংঘঠিত হয় — ১৭৭৭-১৭৮৭ সাল পর্যন্ত
  • ফকির-সন্যাসীদের উলে­খ্যযোগ্য নেতা ছিলেন — ভবানী পাঠক
  • ফকিরদের সাথে যুদ্ধে কোন ইংরেজী নিহত হন — ক্যাপ্টেন এডওয়ার্ড
  • ফকির মজনু শাহের তৎপরতার তথ্য নিয়ে কবিতা রচনা করেন — পঞ্চানন দাস
  • মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন — নওয়াব আব্দুল লতিফ
  • আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন — সৈয়দ আহমেদ খান
  • ভারত উপমহাদেশের প্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন — সৈয়দ আমীর আলী, (১৯০৯-১৯২৮ সাল)
  • কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন — সৈয়দ মাহমুদ
  • কোন সমপ্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে — বর্ণ হিন্দুগণ
  • মুসুলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয় — মর্লি মিন্টো
  • ১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম — দৈনিক আজাদ
  • বাংলায় ঋন সালিশী আইন প্রবর্তন করেন — এ, কে ফজলূল হক
  • ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রি ছিলেন — হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • ভারতে সাধারন নির্বাচনের নির্দেশ প্রদান করেন — ব্রিটিশ প্রধানমন্ত্রী, মিঃ এটলী

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline