ব্রায়োফাইটা-ও-টেরিডোফাইটা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 427
4261. ফার্নের গ্যামেটোফাইট উদ্ভিদে কী?
- যৌন জনন
- অযৌন জনন
- অঙ্গজ জনন
- কৃত্রিম জনন
4262. গ্যামেটোফাইট উদ্ভিদগুলো –
- পরাশ্রয়ী
- স্বাধীনজীবী
- থ্যালাস আকৃতির
B,C
4263. স্পোরোফাইটিক উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া হলো –
- অযৌন
- যৌন
- অঙ্গজ
A,C
4264. Pter1s এর একটি স্পোরাঞ্জিয়াম থেকে কতটি স্পোর সৃষ্টি হয়?
- ৮টি
- ১৬টি
- ৩২টি
- ৬৪টি
4265. কয়টি শুক্রাণু আর্কিগোনিয়ার উদরে অবস্থিত ডিম্বাণুকে নিষিক্ত করে?
- ১টি
- ৩টি
- ২টি
- ৪টি
4266. R1cc1a – র স্পোরোফাইটিক দশায় জাইগোট বিভক্ত হয়ে কতটি কোষে পরিণত হয়?
- 5
- 6
- 7
- 8
4267. R1cc1a-র অঙ্গজ জননে প্রয়োজন হয় –
- থ্যালাসের পুরাতন অংশ
- অস্থানিক শাখা
- টিউবার
A,B,C
4268. Pter1s এর পক্ষল যৌগিক পাতাকে কী বলে?
- পিনা
- র্যামেন্টা
- ফ্রন্ড
- সারসিনেট
4269. বহুকোষী শল্ক উৎপন্ন হয় কোনটিতে?
- Marchant1a
- Lycopod1um
- Pter1s
- Equ1setun
4270. থ্যালাসের সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণে কোনটি সঞ্চিত থাকে?
- প্রোটিন কণা
- খনিজ লবণ
- শ্বেতসার কণা
- এনজাইম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্রায়োফাইটা-ও-টেরিডোফাইটা - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 427"