ব্রায়োফাইটা-ও-টেরিডোফাইটা – এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 427

ব্রায়োফাইটা-ও-টেরিডোফাইটা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 427

4261. ফার্নের গ্যামেটোফাইট উদ্ভিদে কী?

  1. যৌন জনন
  2. অযৌন জনন
  3. অঙ্গজ জনন
  4. কৃত্রিম জনন

4262. গ্যামেটোফাইট উদ্ভিদগুলো –

  1. পরাশ্রয়ী
  2. স্বাধীনজীবী
  3. থ্যালাস আকৃতির

4263. স্পোরোফাইটিক উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া হলো –

  1. অযৌন
  2. যৌন
  3. অঙ্গজ

4264. Pter1s এর একটি স্পোরাঞ্জিয়াম থেকে কতটি স্পোর সৃষ্টি হয়?

  1. ৮টি
  2. ১৬টি
  3. ৩২টি
  4. ৬৪টি

4265. কয়টি শুক্রাণু আর্কিগোনিয়ার উদরে অবস্থিত ডিম্বাণুকে নিষিক্ত করে?

  1. ১টি
  2. ৩টি
  3. ২টি
  4. ৪টি

4266. R1cc1a – র স্পোরোফাইটিক দশায় জাইগোট বিভক্ত হয়ে কতটি কোষে পরিণত হয়?

  1. 5
  2. 6
  3. 7
  4. 8

4267. R1cc1a-র অঙ্গজ জননে প্রয়োজন হয় –

  1. থ্যালাসের পুরাতন অংশ
  2. অস্থানিক শাখা
  3. টিউবার

4268. Pter1s এর পক্ষল যৌগিক পাতাকে কী বলে?

  1. পিনা
  2. র‌্যামেন্টা
  3. ফ্রন্ড
  4. সারসিনেট

4269. বহুকোষী শল্ক উৎপন্ন হয় কোনটিতে?

  1. Marchant1a
  2. Lycopod1um
  3. Pter1s
  4. Equ1setun

4270. থ্যালাসের সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণে কোনটি সঞ্চিত থাকে?

  1. প্রোটিন কণা
  2. খনিজ লবণ
  3. শ্বেতসার কণা
  4. এনজাইম

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline