ব্যাপন – জেএসসি-বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 768
7671. দ্রাবকে যেটি দ্রবীভূত হয়, তাই-
- দ্রাব
- দ্রবণ
- দ্রাবক
- মিশ্রণ
7672. সেন্টের শিশির মুখ খুললে কোন ঘটনাটি ঘটে?
- অভিস্রবণ
- প্রস্বেদন
- ব্যাপন
- পরিব্যাপ্তি
7673. নিচের কোনটি উদ্ভিদের পরিবহন টিস্যু?
- জাইলেম
- প্যারেনকাইমা
- কোলেনকাইমা
- স্ক্লেরেনকাইমা
7674. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলা হয়?
- তরল দ্রবণ
- খনিজ দ্রবণ
- কোষরস
- আবশ্যকীয় দ্রবণ
7675. একটি অর্ধভেদ্য পর্দা অভিস্রবণের সময় কয়টি তরলকে পৃথক করে রাখে?
- ৩টি
- ৪টি
- ২টি
- ৫টি
7676. জীবকোষ শ্বসনের সময়-
- গ্লুকোজের জারণ হয়
- অক্সিজেন ব্যবহৃত হয়
- কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়
A,B
7677. প্রস্বেদন হতে পারে-
- পাতার কিউটিকলের মাধ্যমে
- লেন্টিসেলের মাধ্যমে
- মুলরোমের মাধ্যমে
A,B
7678. উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন করে?
- মূল
- ফল
- পাতা
- ফুল
7679. নিচের কোনটি কোলয়েডধর্মী পদার্থ?
- কুয়াশা
- ধোঁয়া
- জিলাটিন
- আয়োডিন
7680. রেদোয়ান একটি বীকারে পানি নিয়ে তাতে এক টুকরা লাল রং যোগ করল। কিছুক্ষণের মধ্যে পুরো বীকারের পানি লাল বর্ণ ধারণ করল। লাল রং যোগ করার পরও পানির পরিমাণ বাড়ে নি।
- ব্যাপন
- অভিস্রবণ
- প্রস্বেদন
- শ্বসন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাপন - জেএসসি-বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 768"