ব্যাপন-অভিস্রবণ-ও-প্রস্বেদন – জেএসসি-বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 773
7721. দ্রাবকে যেটি দ্রবীভূত হয় তাকে কী বলে?
- দ্রাবক
- দ্রবণ
- দ্রাব্য
- দ্রব্য
7722. নিচের কোনটিতে প্রস্বেদনের ভূমিকা লক্ষ করা যায়?
- অক্সিজেন চক্র
- কার্বন চক্র
- নাইট্রোজেন চক্র
- পানিচক্র
7723. অভিস্রবণে কী ধরনের ঝিল্লি ব্যবহৃত হয়?
- ভেদ্য
- অভেদ্য পর্দা
- অর্ধগোলাকার পর্দা
- অভেদ্য পর্দা
7724. জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
- অভিস্রবণ
- প্রস্বেদন
- ব্যাপন
- সালোকসংশ্লেষণ
7725. মাটিস্থ পানিতে খনিজ লবণ কী অবস্থায় থাকে?
- দ্রাব
- নিষ্ক্রিয়
- কঠিন
- দ্রবীভূত
7726. উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন করে?
- মূল
- ফল
- পাতা
- ফুল
7727. উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?
- অভিস্রবণ
- ব্যাপন
- ইমবাইবিশন
- সালোকসংশ্লেষণ
7728. পানিতে চিনি দ্রবীভূত হলে-
- দ্রবন তৈরি হয়
- ঘনত্ব বৃদ্ধি পায়
- মিশ্রণ তৈরি হয়
A,B
7729. পানিতে নিমজ্জিত উদ্ভিদ কী দ্বারা পানি শোষণ করে?
- কান্ড
- পাতা
- মূল
- সারা দেহ
7730. উদ্ভিদে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি নিচের কোনটির সহায়ক?
- অভিস্রবণের
- অন্ত:অভিস্রবলেনর
- ব্যাপনের
- প্রস্বেদনের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাপন-অভিস্রবণ-ও-প্রস্বেদন - জেএসসি-বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 773"