ব্যাপন-অভিস্রবণ-ও-প্রস্বেদন – জেএসসি-বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 770
7691. পাতার পত্ররান্ধ্র নিয়ন্ত্রণ করে কোনটি?
- ঊর্ধ্বত্বকীয় কোষ
- নিম্নত্বকীয় কোষ
- রক্ষী কোষ
- স্পঞ্জী কোষ
7692. উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে শোষণ করে-
- পানি
- খনিজ লবণ
- অক্সিজেন
A,B
7693. প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয় কোন প্রক্রিয়ায়?
- অভিস্রবণ
- ব্যাপন
- শোষণ
- পরিবহন
7694. প্রস্বেদন প্রক্রিয়ার প্রধান বাহ্যিক প্রভাবক কী?
- তাপমাত্রা
- আলো
- বায়ুপ্রবাহ
- পানি
7695. পানি কোন প্রক্রিয়ায় কোষ অভ্যন্তরে প্রবেশ করে?
- ব্যাপন
- প্রস্বেদন
- অভিস্রবণ
- শ্বসন
7696. কার্বন ডাইাক্সাইড কী ধরনের পদার্থ?
- মৌলিক
- যৌগিক
- আয়নিক
- মিশ্র
7697. প্রস্বেদন প্রক্রিয়ায় কোনটি নির্গত হয়?
- আঁঠা
- পানি
- রস
- রজন
7698. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবনের উৎস কোনটি?
- মাটিস্থ পানি
- বাতাসের জলীয় বাষ্প
- বাতাসের নাইট্রোজেন
- বাতাসের অক্সিজেন
7699. কোষ রসের প্রধান উপাদান হলো-
- পানি
- খনিজ লবণ
- শ্বেতসার
A,B
7700. উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছ হল-
- জাইলেম
- ফ্লোয়েম
- প্যারেনকাইমা
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাপন-অভিস্রবণ-ও-প্রস্বেদন - জেএসসি-বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 770"