ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 39

ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 39

381. নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গড়মিলের কারণ কী?

  1. আদায়ের জন্য ব্যাংকে পেড্ররিত চেক আদায়
  2. ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়েছে
  3. ব্যাংকে চেক জমা দেয়া হয়েছে কিন্তু সময়মত আদায় হয়নি
  4. ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যেটি নগদান বইয়ে লিপিবদ্ধ হয়েছে

382. নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গরমিল হতে পারে-

  1. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা
  2. বাট্টাকৃত প্রাপ্য বিলের প্রত্যখ্যান
  3. উদ্বৃত্ত নির্ণয়ে ভুল

383. আমানতকারীর নির্দেশে ব্যাংক সরাসরি পরিশোধ করতে পারে-

  1. উণের সুদ
  2. প্রদেয় বিল ও বিমা সেলামি
  3. শেয়ার তলবের টাকা

384. মি. রফিকের ডিসেম্বর ৩১ তারিখের নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ৪০,০০০ টাকা। ডিসেম্বর মাসে জমাকৃত চেক ২০,০০০ টাকা ৩১ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি এবং উক্ত মাসে ৩০,০০০ টাকার ইস্যুকৃত চেক ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত হয়নি।শুধু নগদান বইয়ে দেখানো হয়েছে এরূপ লেনদেনের সমষ্টি নির্ণয়কর।

  1. ২০০০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ৫০০০০ টাকা
  4. ৫৭০০০ টাকা

385. ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত হবে –

  1. ৩০০০০ টাকা
  2. ৪০০০০ টাকা
  3. ৫০০০০ টাকা
  4. ৯০০০০ টাকা

386. নগদ সমতুল্য হচ্ছে –

  1. ব্যাংকের সম্মতিপত্র
  2. সরকারি সঞ্চয়পত্র
  3. ডাকঘর সঞ্চয়পত্র
  4. ব্যাংক প্রত্যয়নপত্র

387. ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় –

  1. জমাকৃত অনাদায়ী চেক
  2. ইস্যুকৃত অপরিশোধিত চেক
  3. জমাকৃত প্রত্যাখ্যান চেক

388. ব্যাংকে টাকা জমা দেওয়ার একটি স্লিপ ব্যবহার করা হয়, তাকে কী বলে?

  1. চেক
  2. জমা রসিদ
  3. ব্যাংক বিবরণী
  4. ব্যাংক ড্রাফট

389. ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়-

  1. জমাকৃত অনাদায়ী চেক
  2. ইস্যুকৃত অপরিশোধিত চেক
  3. জমাকৃত প্রত্যাখ্যান চেক

390. ব্যাংক কোনটির জন্য আমানতকারীর হিসাবকে ডেবিট করে?

  1. ব্যাংকে জমা দিলে
  2. সুদ মঞ্জুর করলে
  3. ব্যাংক থেকে উত্তোলন করলে
  4. প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline