ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 37
361. মি. তারেক একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের লেনদেন নগদ ও ব্যাংকের মাধ্যমে সম্পাদন করে। হিসাব বছর শেষে তিনি দেখেন নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত এক নয়। এ জন্য তাকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়।কত সময়ের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করাহয়?
- প্রতি মাসের জন্য
- তিন মাসের জন্য
- ছয় মাসের জন্য
- এক বছরের জন্য
362. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে যে সুবিধা পাওয়া যায় তার সাথে নিচের কোনগুলো সামঞ্জস্যপূর্ণ?
- ব্যবস্থাপনার সন্তুষ্টি অর্জন
- ভুলভ্রান্তি বের করা
- ভুল বোঝাবুঝির অবসান
A,B,C
363. নিম্নের কোনটি ছাড়া সবগুলোর জন্যই আমানতকারী কর্তৃক দাখিলা দেওয়া আবশ্যক?
- ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়
- ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ
- অপর্যাপ্ত তহবিল চেক (NSF)
- ব্যাংকের ভুলসমূহ
364. ৩০ শে জুন তারিখে সোনালী ব্যাংক হিসাবের ডেবিট জের প্রকাশ করে। ব্যাংক বিবরণীটি মি. অপূর্বের কোনটি প্রকাশ করে?
- ব্যাংক জমাতিরিক্ত
- ব্যাংক জমার সুদ
- ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ
- ব্যাংক জমার উদ্বৃত্ত
365. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি হলো-
- একক উদ্বৃত্ত পদ্ধতি
- নগদান বই সংশোধন পদ্ধতি
- দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী পদ্ধতি
A,B,C
366. ব্যাংক হিসাব খুলতে কোম্পানিকে জমা দিতে হয়-
- স্মারকলিপি
- পরিমল নিয়মাবলি
- নিবন্ধনপত্র
A,B,C
367. ব্যাংকের প্রধান কাজ হলো –
- ব্যবসায় করা
- আমানত গ্রহণ
- আমানত গ্রহণ ও ঋণ প্রদান
- কোনটিই নয়
368. নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ হলো-
- প্রাপক কর্তৃক চেক উপস্থাপন না করা
- চেকের টাকা আদায় না হওয়া
- ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ না হওয়া
A,B
369. পূবালী ব্রাংক মিস. তামান্নাকে তার জমাকৃত টাকার উপর ৫০০ টাকা সুদ মঞ্জুর করে। এক্ষেত্রে� ব্যাংক কোন হিসাবটি ডেবিট করবে?
- আমানতকারী হিসাব
- সুদ হিসাব
- নগদান হিসাব
- ব্যাংক চার্জ হিসাব
370. নগদান বই সংশোধনী পদ্ধতি –
- নগদান বইয়ের সংশোধনী ব্যালেন্স নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়
- নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স সংশোধন করা হয়
- ব্যাংক বিবরণীর ব্যালেন্সকে সংশোধন করতে হয়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।