ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 36
351. ব্যাংক সমন্বয় বিবরণীর সুবিধা হলো –
- ব্যাংক জমার সঠিক পরিমাণ জানা যায়
- আমানতকারী ও ব্যাংকের ভুল বোঝাবুঝির অবসান হয়
- গড়মিলের কারণ উদঘাটন করা যায়
A,B,C
352. সোনালী ব্যাংক মি. জয়ের আমানতি টাকার উপর ২,০০০ টাকা সুদ মঞ্জুর করে। মি. জয়ের বইতে ডেবিট হবে কোনটি?
- নগদান হিসাব
- ব্যাংক হিসাব
- আসবাবপত্র হিসাব
- ক্রয় হিসাব
353. উভয় ব্যালেন্স সংশোধনী যেটি দ্বিপক্ষীয় পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী –
- নগদান বই ও ব্যাংক বিবরণী উভয় ব্যালেন্স নিয়ে করা হয়
- মিলকরণের পর উভয় বইয়ের উদ্বৃত্ত সমান হয়
- ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায়
A,B,C
354. নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না?
- জমাকৃত চেক আদায় হয়েছে
- ইস্যুকৃত চেক উপস্থাপিত হয় নি
- দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান
- ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় বিল পরিশোধ
355. ব্যা্ংক বিবরণী ও নগদান বইয়ের মধ্যে অমিল হওয়ার কারণ –
- তৃতীয় পক্ষ সরাসরি ব্যাংকে জমা দিলে
- ইস্যুকৃত চেক সময়মতো ব্যাংকে উপস্থাপিত না হলে
- ব্যাংকে জমা ও আদায় হলে
A,B
356. একক উদ্বৃত্ত পদ্ধতিতে ব্যাংক সমন্বয়কারী বিবরণী প্রস্তুতের কয়টি প্রণালি রয়েছে?
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
357. ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে সমন্বয় বিবরণী শুরু করলে যোগ হবে –
- জমাকৃত চেক অনাদায়ী থাকা
- ইস্যুকৃত চেক অনুপস্থিত থাকা
- ব্যাংক সুদ নগদান ভুক্ত না হওয়া
A,C
358. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত ও নগদান বইয়ের ব্যাংক কলামের গরমিল দূর করার জন্য দরকার –
- গরমিলের কারণ অনুসন্ধান করা
- ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা
- ব্যাংক উদ্বৃত্ত প্রস্তুত করা
A,B
359. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় –
- ক্রয় চালান পাওয়ার পরে
- বিক্রয় চালান তৈরির পর
- নির্দিষ্ট সময়ের ব্যাংক বিবরণী পাওয়ার পর
- দেনাদারের নিকট হতে চেক পাওয়ার পর
360. কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গড়মিলের কারণ বহির্ভুত?
- নঅপর্যাপ্ত চেক
- Depos1t 1n Trans1t
- ইস্যুকৃত ও উপস্থাপিত চেক
- ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।