ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 35

ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 35

341. আমানতকারী কর্তৃক সংরক্ষিত ব্যাংক হিসাবের সাথে ব্যাংক কর্তৃক সংরক্ষিত বিবরণীর গরমিলের কারণ উদঘাটন করতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে প্রয়োজন-

  1. ব্যাংক বিবরণী
  2. চেক বই
  3. নগদান বই

342. ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা। ব্যাংকের বইতে লিপিবদ্ধ হবে –

  1. নগদান হিসাব ডেবিট আমানতকারী হিসাব ক্রেডিট
  2. আমানতকারী হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
  3. নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট

343. ব্যাংকের কাজ হলো-

  1. বিল বাট্টাকরণ
  2. অর্থ স্থানান্তর
  3. আমানত গ্রহণ ও ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন

344. ব্যাংক সমন্বয় বিবরণীতে ট্রানজিটে জমাসমূহ (Depos1ts 1n trans1t), যেটি করতে হয় তা হলো –

  1. ব্যাংকের বইয়ের জের হতে বাদ
  2. আমানতকারীর বইয়ের জেরের সাথে যোগ
  3. আমানতকারীর বইয়ের জের হতে বাদ
  4. ব্যাংকের বইয়ের জেরের সাথে যোগ

345. ব্যাংক বিবরণীতে ডেবিট ব্যালেন্স মানে –

  1. ব্যাংকে জমা
  2. ব্যাংক ওভার ড্রাফট
  3. নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স
  4. কোনটিই নয়

346. নগদান বইয়ের ব্যাংক ঘরের ডেবিট উদ্বৃত্ত কোনটির সমার্থক?

  1. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত
  2. ব্যঅংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত
  3. নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত
  4. নগদান হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত

347. আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক উত্তোলন করলে ব্যাংক আমানতকারীর হিসাব কী করে?

  1. ডেবিট
  2. ক্রেডিট
  3. ডেভিট অথবা ক্রেডিট
  4. ডেবিট ও ক্রেডিট

348. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্যে কোনটি?

  1. ব্যাংক ও নগদের সমাপনী জের নিরূপণ
  2. ব্যাংক ও নগদ জেরের অমিলের কারণ যাচাই
  3. হিসাবের জাল জুয়াচুরি রোধ
  4. ব্যাংক হিসাবের নির্ভুলতা যাচাই

349. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত বলতে কী বুঝি?

  1. নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত
  2. নগদান হিসাবের ক্রেডিট ঋদ্বৃত্ত
  3. ব্যাংক জমাতিরিক্ত
  4. ব্যাংক জমার উদ্বৃত্ত

350. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞাপনের কোন নীতির কারণে?

  1. সমন্বয় নীতি
  2. চলমান ধারণা
  3. পূর্ণ প্রকাশ নীতি
  4. মিলকরণ নীতি

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline