ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 35
341. আমানতকারী কর্তৃক সংরক্ষিত ব্যাংক হিসাবের সাথে ব্যাংক কর্তৃক সংরক্ষিত বিবরণীর গরমিলের কারণ উদঘাটন করতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে প্রয়োজন-
- ব্যাংক বিবরণী
- চেক বই
- নগদান বই
A,C
342. ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা। ব্যাংকের বইতে লিপিবদ্ধ হবে –
- নগদান হিসাব ডেবিট আমানতকারী হিসাব ক্রেডিট
- আমানতকারী হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
- নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
343. ব্যাংকের কাজ হলো-
- বিল বাট্টাকরণ
- অর্থ স্থানান্তর
- আমানত গ্রহণ ও ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন
A,B,C
344. ব্যাংক সমন্বয় বিবরণীতে ট্রানজিটে জমাসমূহ (Depos1ts 1n trans1t), যেটি করতে হয় তা হলো –
- ব্যাংকের বইয়ের জের হতে বাদ
- আমানতকারীর বইয়ের জেরের সাথে যোগ
- আমানতকারীর বইয়ের জের হতে বাদ
- ব্যাংকের বইয়ের জেরের সাথে যোগ
345. ব্যাংক বিবরণীতে ডেবিট ব্যালেন্স মানে –
- ব্যাংকে জমা
- ব্যাংক ওভার ড্রাফট
- নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স
- কোনটিই নয়
346. নগদান বইয়ের ব্যাংক ঘরের ডেবিট উদ্বৃত্ত কোনটির সমার্থক?
- ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত
- ব্যঅংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত
- নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত
- নগদান হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত
347. আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক উত্তোলন করলে ব্যাংক আমানতকারীর হিসাব কী করে?
- ডেবিট
- ক্রেডিট
- ডেভিট অথবা ক্রেডিট
- ডেবিট ও ক্রেডিট
348. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্যে কোনটি?
- ব্যাংক ও নগদের সমাপনী জের নিরূপণ
- ব্যাংক ও নগদ জেরের অমিলের কারণ যাচাই
- হিসাবের জাল জুয়াচুরি রোধ
- ব্যাংক হিসাবের নির্ভুলতা যাচাই
349. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত বলতে কী বুঝি?
- নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত
- নগদান হিসাবের ক্রেডিট ঋদ্বৃত্ত
- ব্যাংক জমাতিরিক্ত
- ব্যাংক জমার উদ্বৃত্ত
350. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞাপনের কোন নীতির কারণে?
- সমন্বয় নীতি
- চলমান ধারণা
- পূর্ণ প্রকাশ নীতি
- মিলকরণ নীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক-সমন্বয়-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 35"