ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 34
331. পাস বই বা ব্যাংক বিবরণীর ডেবিট ঋদ্বৃত্ত দ্বারা বোঝায়-
- ব্যাংকে জমা
- ব্যাংক জমাতিরিক্ত
- নগদ তহবিল
- ব্যাংক তহবিল
332. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতির কারণে?
- সমন্বয় নীতি
- চলমান ধারণা
- পূর্ণ প্রকাশ নীতি
- মিলকরণ নীতি
333. ক্রেডিট জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী করলে যোগ হবে –
- নগদান বইয়ের ডেবিট অমিল
- পাস বইয়ের ডেবিট অমিল
- নগদান বই ও পাস বইয়ের ক্রেডিট অমিল
A,B
334. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়-
- নগদান বই ব্যাংক বিবরনীর গরমিল মিলকরনের জন্য
- নগদান বই এর ব্যাংক কলাম ঠিক করার জন্য
- দুই বইয়ের উদ্বৃত্ত সংশোধনের জন্য
A,B,C
335. ইস্যুকৃত চেক পরিশোধ হলে লেখা হয় –
- নগদান বইতে
- ব্যাংক বিবরণীতে
- ব্যাংক সমন্বয় বিবরণীতে
A,B
336. মিস. শোভা আদায়ের জন্য ৫,০০০ টাকার একটি চেক তার ব্যাংকে জমা দিয়েছেন যেটি পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়। টেকটি প্রত্যাখ্যাত হওয়ার ফলে-
- নগদান বইয়ের জমা বেশি হবে
- নগদান বইযের জমা কম হবে
- ব্যাংক বিবরণীতে জমা কম হবে
A,C
337. ব্যাংক সমন্বয় বিবরণী একটি হিসাব খাত নয়, কারণ –
- এখানে লেনদেনগুলো প্রাথমিক ও চূড়ান্তভাবে লেখা হয়
- এ বিবরণীর ডেবিট-ক্রেডিট দুটি দিক নেই
- এর�উদ্বৃত্ত স্থানান্তরের প্রয়োজন পড়ে না
B,C
338. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় ব্যাংক বিবরণীর জেরের সাথে নিচের কোনটি যোগ করতে হবে?
- ব্যাংকের সার্ভিস চার্জ
- বকেয়া খরচসমূহ
- টাকা নেই বলে ফেরত চেকসমূহ
- ট্রানজিটে জমা
339. একজন দেনাদার ব্যাংকে সরাসরি ২০,০০০ টাকা জমা দিয়েছে। এর জন্য আমানতকারীর বইতে লিপিবদ্ধ হবে –
- ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
- নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
- দেনাদার হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট
- ব্যাংক হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট
340. উভয় জের সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীতে বকেয়া চেকসমূহ কী করা হয়?
- ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ করা হয়
- নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করা হয়
- ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে বিয়োগ করা হয়
- নগদান বইয়ের উদ্বৃত্ত হতে বিয়োগ করা হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক-সমন্বয়-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 34"