ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 41
401. ৩১ মার্চ তারিখের পূর্বে তিনটি চেকের মধ্যে ব্যাংক একটি চেক ১০,০০০ টাকা আদায় করায় নগদান ও ব্যাংক বিবরণীর জের-
- মিল হবে
- মিল হবে না
- নগদান বইয়ের জের বেশি হবে
- ব্যাংক বিবরণীর জের বেশি হবে
402. ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে –
- নগদান বিই ও ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স মিলকরণ
- নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গরমিলের কারণ নির্ণয়
- ব্যাংক ব্যালেন্স নির্ণয়
- নগদান বই অনযায়ী ব্যাংক ব্যালেন্স নির্ণয়
403. সোনালি ব্যাংক ফার্মগেট শাখায় পূজা জুয়েলার্স-এর একটি সঞ্চয়ী হিসাব আছে। ২০১২ মালের মে মাসে উক্ত প্রতিষ্ঠানের নিম্নলিখিত অমিলগুলো পরিলক্ষিত হয়। ইস্যুকৃত চেক যেটি উপস্থাপন করা হয়নি ১০,০০০ টাকা। ব্যাংক মঞ্জুর ৫,০০০ টাকা, ব্যাংক চার্জ ৮,০০০ টাকা।উপরের উদ্দীপকটি বিশ্লেষণ করলে নগদান বহির পাস বহির পার্থক্যের পরিমাণকত?
- ৮০০ টাকা
- ৭০০০ টাকা
- ১০০০০ টাকা
- ১৪২০০ টাকা
404. মি. কামাল একজন খুচরা ব্যবসায়ী। তিনি স্থানীয় একটি ব্যাংকে একটি চলতি হিসাব খুলেছেন যার উদ্বৃত্ত ১৫,০০০ টাকা। তিনি তাঁর ব্যাংক ব্যালেন্স সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ব্যাংকে যান এবং জানতে পারেন যে তার হিসাবে জমা আছে ১৪,৩০০ টাকা।মি. কামালের ব্যঅংক উদ্বৃত্ত ৭০০ টাকা কম থাকার সম্ভাব্য কারণ কোনটি হতেপারে?
- ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদানভুক্ত হয় নি
- জমাকৃত চেক আদায় হয় নি
- ইস্যুকৃত চেক অনুপস্থিত রয়েছে
- জমাকৃত চেক নগদানভুক্ত হয় নি
405. মি. কামাল গড়মিলের একটি কারণ জানতে পেরেছেন। তাহলে তাঁর জমাকৃত একটি চেক ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে। চেকটি কত টাকার?
- 1400
- 700
- 350
- 250
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।