ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 32
314. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে?
- ব্যাংক
- আমানতকারী
- ব্যবস্থাপক
- তৃতীয় কোনো পক্ষ
315. ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যঅংক জমার উদ্বৃত্ত ২২,০০০ টাকা। একজন পাওনাদার ৫,০০০ টাকার চেক ব্যাংকে উপস্থাপন করেন নি। অন্যদেকে একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা করেছেন ৪,০০০ টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত?
- ১৩০০০ টাকা
- ১৭০০০ টাকা
- ১৮০০০ টাকা
- ২১০০০ টাকা
316. কোন ঘটনাটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে বিবেচিত হয় না?
- ব্যাংক কর্তৃক চার্জকৃত আদায় খরচ
- দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি
- ব্যাংক জমাকৃত কিন্তু প্রত্যাখ্যাত চেক
- ব্যাংকে দেনাদার কর্তৃক সরাসরি জমাকৃত অর্থ
317. ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন?
- ব্যাংক কর্তৃপক্ষ
- আমানতকারী
- বিনিয়োগকারী
- ঋণগ্রহীতা
318. মি. শাওন ১লা জুলাই তারিখে ২০,০০০ টাকা জমা দিয়ে একটি ব্যঅংক হিসাব খোলেন। তিনি ব্যাংকে সাথে সংঘটিত সকল লেনদেন হিসাবে বিভিন্ন বইতে লিখে রাখেন। মি. শাওন ব্যাংকের জমা খরচের হিসাব রাখতে পারেন-
- নগদ প্রাপ্তি জাবেদায়
- নগদ প্রদান জাবেদায়
- নগদান বইতে
A,B,C
319. আমানতকারী নগদ টাকা ব্যাংকে জমা দিলে ব্যাংক কোন দাাখিলটি দিবে?
- নগদান হিসাব ডে. আমানতকারী হিসাব ক্রে.
- নগদান হিসাব ডে. ব্যাংক হিসাব ক্রে.
- ব্যাংক হিসাব ডে. নগদান হিসাব ক্রে.
- নগদান হিসাব ডে. দেনাদার হিসাব ক্রে.
320. ব্যাংকে নগদ জমা ব্যাংক বিবরণীতে কোথায় লেখা হয়?
- ডেবিট পাশে
- ক্রেডিট পাশে
- ব্যাংক পাশে
- নগদ পাশে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।