ব্যাংক-ব্যবস্থার-প্রাথমিক-ধারণা – এইচএসসি-অর্থনীতি ২য়পত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1088

ব্যাংক-ব্যবস্থার-প্রাথমিক-ধারণা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ২য়পত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1088

10871. আধুনিক অর্থনীতির জীবনীশক্তি কোনটি?

  1. অর্থ
  2. মূলধন
  3. ব্যাংক
  4. বিনিয়োগ

10872. অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব হলো-

  1. কৃষি উন্নয়নে অবদান
  2. শিল্পের উন্নয়নে অবদান
  3. অভ্যন্তরীণ বাণিজ্যে অবদান

10873. ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?

  1. শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান
  2. শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান
  3. শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান
  4. শক্তিশালী শিল্প প্রতিষ্ঠান

10874. সমগ্র বিশ্বে ব্যাংক কীসের প্রতীক হিসেবে গণ্য হয়?

  1. অর্থ সংগ্রহের
  2. নোট ইস্যুর
  3. ঋণ প্রদানের
  4. নিরাপত্তার

10875. কোন দেশে সর্বপ্রথম চেইন ব্যাংকিং সিস্টেম চালু হয়?

  1. ইংল্যান্ড
  2. ভারতে
  3. মার্কিন যুক্তরাষ্ট্রে
  4. অস্ট্রেলিয়ায়

10876. বাংলাদেশে কোন ধরনের ব্যাংক ব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি?

  1. শাখা ব্যাংক ব্যবস্থা
  2. বেসরকারি ব্যাংক ব্যবস্থা
  3. গ্রুপ ব্যাংক ব্যবস্থা
  4. মিশ্র ব্যাংক ব্যবস্থা

10877. গ্রামীণ ব্যাংকের প্রবক্তা কে?

  1. ড. মোঃ আলী
  2. ড. মোঃ ইউনুস
  3. সাইখ সিরাজ
  4. ড. মোস্তাফিজুর রহমান

10878. স্বাধীনতার পূর্বে বাংলাদেশ ব্যাংকের নাম কী ছিল?

  1. স্টেট ব্যাংক অব বাংলাদেশ
  2. স্টেট ব্যাংক অব পাকিস্তান
  3. দি স্টেট ব্যাংক অব বাংলাদেশ
  4. দি স্টেট ব্যাংক অব বাংলাদেশ

10879. ব্যাংক অর্থকে সওদা বানিয়ে ব্যবসায় করে কীভাবে?

  1. অর্থের নিরাপত্তা প্রদান করে
  2. সুদ গ্রহণ করে
  3. একজন হতে আমানত গ্রহণ করে অন্যজনকে ঋণ দিয়ে
  4. মুনাফা প্রদানের মাধ্যমে

10880. সমগ্র ব্যাংক ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে কোন ধরনের ব্যাংক?

  1. বাণিজ্যিক ব্যাংক
  2. বৈদেশিক ব্যাংক
  3. সরকারি ব্যাংক
  4. গ্রামীণ ব্যাংক

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline