ব্যাংক জব নিয়োগ পরীক্ষা বাংলা সমার্থক শব্দ

সমার্থক শব্দ থেকে বিসিএস প্রিলিমিনারিতে বিগত বছরে প্রশ্ন এসেছে।

বাংলা ব্যাকরন থেকে বিসিএস প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে ।

অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সমার্থক শব্দ থেকে থেকে প্রশ্ন আসতে পারে।

 

স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী

নৌকা>নাও, তরণী, জলযান, তরী

পণ্ডিত>বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ

পদ্ম>কমল, উৎপল,সরোজ, পঙ্কজ,নলিন, শতদল,রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ,ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ

পৃথিবী>ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল

পর্বত>শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র

পানি>জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়

পুত্র>তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন

পত্নী>জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী

পাখি>পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ

ফুল>পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন

বৃক্ষ>গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ

 

 

বন>অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন

বায়ু>বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুত, গন্ধবহ

বিদ্যুত>বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা

মানুষ>‍মানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর,

মাটি>ক্ষিতি, মৃত্তিকা,

মেঘ>জলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর

রাজা>নরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ, নরেন্দ্র

রাত-রাত্রি,রজনী, নিশি, যামিনী, শর্বরী,বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা

শরীর>দেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব

সর্প>সাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক

স্ত্রী>পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ,

স্বর্ণ>সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline