ব্যাংক জব নিয়োগ পরীক্ষা বাংলা সমার্থক শব্দ
কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ
অন্ধকার >আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম
অখন্ড > সম্পূর্ণ, আস্ত, গোটা, অক্ষত, পূর্ণ, সমগ্র, সমাগ্রিক
অগ্নি-অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি
অতনু> মদন, অনঙ্গ, কাম, কন্দর্প
আপণ> দোকান, বিপণী, পণ্যগৃহ, পণ্য বিচিত্রা, পণ্যশালা
আকাশ>আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ
আলোক>আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা
ইচ্ছা>আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা
ঋজু> সোজা, অবক্র, সরল, অকপট
কুহক> মায়া, ইন্দ্রজাল, ভেলকি, প্রতারণা, ছলনা, ছল
কপাল>ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক
কোকিল-পরভৃত,পিক, বসন্তদূত
কন্যা>মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
কবুতর> পারাবত, কপোত, পায়রা, নোটন, লোটন, প্রাসাদকুক্কুট
গরু>গো, গাভী, ধেনু
ঘোড়া>অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়,তুরঙ্গ, তুরঙ্গম
ঘর>গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
চক্ষু>চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়
চন্দ্র>চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত,মৃগাঙ্ক, রজনীকান্ত
চুল>চিকুর, কুন্তল, কেশ, অলক,
জননী>মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী,
দিন>দিবা, দিবস, দিনমান
দীন > দরিদ্র, কাতর, হীন, অভাবগ্রস্থ, অভাবযুক্ত, গরীব
দেবতা>অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর
দ্বন্দ্ব>বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ
তীর>কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা
নারী>রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
নদী>তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, কল্লোলিনী
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।