ব্যবস্থাপনা-হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 91
901. কোন বাজেট দ্বারা কী পরিমাণ শ্রমশক্তির প্রয়োজন তা নির্ধারণ করা যায়?
- প্রত্যক্ষ মজুরি বাজেট
- কাঁচামাল ক্রয় বাজেট
- উৎপাদন বাজেট
- কারখানা উপরিব্যয় বাজেট
902. ব্যবস্থাপককে কোনটি বিবেচনা করে বিক্রয় বাজেট রচনা করতে হয়?
- কারখানার উৎপাদন ক্ষমতা
- কারখানার বিক্রয় ক্ষমতা
- কারখানার সামগ্রিক ক্ষমতা
- কারখানার নগদ ক্ষমতা
903. সমচ্ছেদ বিন্দুতে প্রতিষ্ঠানের কোন-
- কোন মুনাফা হয় না
- ক্ষতি হয় না
- আয়-ব্যয় সমান হয়
A,B,C
904. জাবেদ হোসেন তার পেপার মিলের জন্য এক বছরের বেশি সময়ের জন্য বাজেট প্রস্তুত করেন। তার এ বাজেটকে কী বলে?
- স্থায়ী বাজেট
- চলতি বাজেট
- দীর্ঘমেয়াদী বাজেট
- পরিবর্তনশীল বাজেট
905. সাকিল হোসেন তার ব্যবস্থাপকদের সময়ের ভিত্তিতে বাজেট তৈরির ব্যাপারে পরামর্শ দেন। এক্ষেত্রে ব্যবস্থাপকগণ যে সকল বাজেট সময়ের ভিত্তিতে তৈরি করতে পারেন –
- দীর্ঘমেয়াদি
- স্থায়ী
- চলতি
A,C
906. আরিফুর রহমান তার প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয় নির্ধারণ করার পরামর্শ দেন। এতে করে প্রতিষ্ঠান নির্ধারণ করতে পারবেন –
- উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল
- কারখানার ভাড়া
- বিক্রয়কর্মীর কমিশন
A,C
907. কোথায় অতীতের কার্যক্রমের ফলে ব্যবসায়ের বর্তমান আর্থিক প্রভাবের ওপর গুরুত্বারোপ করা হয়?
- আর্থিক হিসাববিজ্ঞান
- আর্থিক বিবরণী
- ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
- বাজেটারীয় বিজ্ঞান
908. কোনটি হিসাবের নীতি অনুযায়ী বিবরণী প্রস্তুত ও উপস্থাপন করা হয়?
- আর্থিক হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
- বাজারজাতকরণ হিসাববিজ্ঞান
- নিরীক্ষাশাস্ত্র
909. কোন ব্যয়ের পরিমাণ অধিক হলে নিরাপত্তা প্রাপ্ত ছোট হয়?
- স্থায়ী ব্যয়
- পরিবর্তনশীল ব্যয়
- আধা পরিবর্তনশীল ব্যয়
- মিশ্র ব্যয়
910. রবিন লি. ‘A’ ও ‘B’ ধরণের পণ্য উৎপাদন কর। বিক্রয় বাজেট অনুসারে ‘A’ ও ‘B’ এর বিক্রয় এককের পরিমাণ যথাক্রমে ২০,০০০ ও ১৫,০০০ একক। সমাপনী মজুদ এককের পরিমাণ ছিল যথাক্রমে ৫,০০০ ও ৩,০০০ একক। তবে ‘B’ এর প্রারম্ভিক মজুদ এককের পরিমাণ ছিল ১,০০০ একক।রবিন লি. এর প্রতিষ্ঠানের বাজেটটি কোন ধরনের বাজেট?
- বিক্রয় বাজেট
- কাঁচামাল ক্রয় বাজেট
- কারখানা উপরিব্যয় বাজেট
- উৎপাদন বাজেট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবস্থাপনা-হিসাববিজ্ঞান-পরিচিতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 91"