ব্যবস্থাপনা-হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 87
861. প্রতি একক স্থায়ী ব্যয় কত?
- ৩ টাকা
- ৮ টাকা
- ১০ টাকা
- ১৩ টাকা
862. মোট সমচ্ছেদ বিন্দু এককপ্রতি বিক্রয়মূল্য দ্বারা ভাগ করে কোনটি নির্ণয় করা যায়?
- নিরাপত্তা প্রাপ্ত
- কন্ট্রিবিউশন মার্জিন
- স্থির ব্যয়
- এককপ্রতি সমচ্ছেদ বিন্দু
863. সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় যতটুকু বেশি হয় তাকে কী বলে?
- সমচ্ছেদ বিশ্লেষণ
- সমচ্ছেদ প্রাপ্ত
- নিরাপত্তা প্রাপ্ত
- অবদান বা দত্ত্যাংশ
864. রাত্রি চৌধুরী তার প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞান ব্যবস্থার প্রবর্তন করেন। এক্ষেত্রে তাকে ভবিষ্যতে যে কাজগুলো করতে হবে –
- লেনদেন চিহ্নিতকরণ
- লেনদেন লিপিবদ্ধকরণ
- তথ্য সরবরাহকরণ
A,B,C
865. কারখানার স্থায়ী উপরিব্যয়গুলো হলো –
- বেতন
- ভাড়া
- পরোক্ষ মজুরি
A,B
866. প্রকৃত বিক্রয়ের পরিমাণ সমচ্ছেদ বিন্দু অপেক্ষা বেশি হয় তাকে কী বলা হবে-
- নিরাপত্তা প্রাপ্ত তত হ্রাস পাবে
- নিরাপত্তা প্রাপড্ত তত বৃদ্ধি পাবে
- সমচ্ছেদ বিন্দু তত হ্রাস ঘটবে
- সবগুলোই
867. আর্থিক হিসাববিজ্ঞানের প্রস্তুতকৃত তথ্য ব্যবহার করতে পারে –
- অভ্যন্তরীণ পক্ষ
- বাহ্যিক পক্ষ
- রাজনৈতিক পক্ষ
A,B
868. কিসের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে অপচয় রোধ করা যায়?
- আর্থিক পরিকল্পনার মাধ্যমে
- মূলধন যোগানের মাধ্যমে
- বাজেট প্রণয়নের মাধ্যমে
- আর্থিক বিবরণীর মাধ্যমে
869. উৎপাদন বাজেটে বিক্রয় একরের সাথে কোন পণ্যের একক যোগ করতে হয়?
- প্রারম্ভিক মজুদ পণ্য
- বাজেয়াপ্ত পণ্য
- সমাপনী মজুদ পণ্য
- বিক্রিত পণ্য
870. ওয়াদুদ আহমদ তার ব্যবসায়ের নির্ধারিত বাজেটকালে উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য যে পরিমাণ কাঁচামাল ক্রয় ও মজুদের প্রয়োজন তা নির্ধারণ করে একটি বাজেট প্রস্তুত করতে চান। এক্ষেত্রে তিনি কোন ধরনের বাজেট তৈরি করতে পারবেন?
- উৎপাদন বাজেট
- প্রারম্ভিক ও সমাপনী মজুদ বাজেট
- কাঁচামাল ক্রয় বাজেট
- কারখানা উপরিব্যয় বাজেট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবস্থাপনা-হিসাববিজ্ঞান-পরিচিতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 87"