ব্যবসায়-পরিবেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 214
2131. সরকার ও জলবায়ু যথাক্রমে পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?
- রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ
- রাজনৈতিক ও প্রাকৃতিক পরিবেশ
- অর্থনৈতিক ও প্রাকৃতি পরিবেশ
B,C
2132. বাংলাদেশের টাঙ্গাইলের তাঁত শিল্প পৃথিবীর প্রায় সবদেশেই সমাদৃত। তাঁত শিল্পের তৈরি বস্ত্র প্রায় প্রতিটি মানুষের নিকট জনপ্রিয়। টাঙ্গাইলের তাঁত শিল্প কী কারণে বিখ্যাত?
- ঐতিহ্যগত
- দক্ষতাগত
- প্রাকৃতিক
- ভৌগোলিক
2133. মি. রফিক পারিবারিক পেশা ধরে রাখার জন্য তাঁত শিল্পের কাজ চালিয়ে যান। তার কাজের মধ্যে সামাজিক পরিবেশের কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?
- নৈতিকতা
- ঐতিহ্য
- শিক্ষা
- মূল্যবোধ
2134. অর্থনৈতিক দৃষ্টিকোণ তেকে বূমি হলো-
2135. কী কারণে জনগণের মধ্যে দেশাত্মবোধের উন্নয়ন ঘটাতে হবে?
- মাথাপিছু আর্ন বৃদ্ধিতে
- শিল্পোন্নতিতে
- সামাজিক পরিবেশের উন্নতিতে
- প্রযুক্তিগত উন্নতিতে
2136. মুক্ত বাজার অর্থনীতি উপাদানটি বিনিয়োগের কোন পরিবেশের অন্তর্গত?
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- আন্তর্জাতিক
- সামাজিক ও সাংস্কৃতিক
2137. বর্তমানকালে কোন অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়?
- মুদ্রানীতি
- মুক্ত বাজার অর্থনীতি
- শিশ্র অর্থনীতি
- নিয়ন্ত্রিত অর্থনীতি
2138. বহিঃস্থ উপাদানগুলোর সমষ্টিকে কী বলে?
- ব্যবসায় পরিবেশ
- ব্যবহারিক ব্যবস্থাপনা
- ব্যবসায় উদ্যোগ
- ব্যবসায় নীতি
2139. সামাজিক পরিবেশের উপাদান হলো-
- আইন-শৃঙ্খলা
- পরিবেশ সংরক্ষণ
- ভোক্তাদের মনোভাব
2140. অনুকূল ব্যবসায়িক পরিবেশের জন্য অত্যঅবশ্যকীয় উপাদান কোনটি?
- জনগণ
- সরকার
- সার্বভৌমত্ব
- অর্থনৈতিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়-পরিবেশ - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 214"