ব্যবসায়-পরিবেশ – এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 214

ব্যবসায়-পরিবেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 214

2131. সরকার ও জলবায়ু যথাক্রমে পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?

  1. রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ
  2. রাজনৈতিক ও প্রাকৃতিক পরিবেশ
  3. অর্থনৈতিক ও প্রাকৃতি পরিবেশ

2132. বাংলাদেশের টাঙ্গাইলের তাঁত শিল্প পৃথিবীর প্রায় সবদেশেই সমাদৃত। তাঁত শিল্পের তৈরি বস্ত্র প্রায় প্রতিটি মানুষের নিকট জনপ্রিয়। টাঙ্গাইলের তাঁত শিল্প কী কারণে বিখ্যাত?

  1. ঐতিহ্যগত
  2. দক্ষতাগত
  3. প্রাকৃতিক
  4. ভৌগোলিক

2133. মি. রফিক পারিবারিক পেশা ধরে রাখার জন্য তাঁত শিল্পের কাজ চালিয়ে যান। তার কাজের মধ্যে সামাজিক পরিবেশের কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?

  1. নৈতিকতা
  2. ঐতিহ্য
  3. শিক্ষা
  4. মূল্যবোধ

2134. অর্থনৈতিক দৃষ্টিকোণ তেকে বূমি হলো-

  1. মূলধন
  2. খনিজ সম্পদ
  3. জমির উর্বরাশক্তি
  4. খনিজ সম্পদ ও জমির উর্বরাশক্তি

2135. কী কারণে জনগণের মধ্যে দেশাত্মবোধের উন্নয়ন ঘটাতে হবে?

  1. মাথাপিছু আর্ন বৃদ্ধিতে
  2. শিল্পোন্নতিতে
  3. সামাজিক পরিবেশের উন্নতিতে
  4. প্রযুক্তিগত উন্নতিতে

2136. মুক্ত বাজার অর্থনীতি উপাদানটি বিনিয়োগের কোন পরিবেশের অন্তর্গত?

  1. অর্থনৈতিক
  2. রাজনৈতিক
  3. আন্তর্জাতিক
  4. সামাজিক ও সাংস্কৃতিক

2137. বর্তমানকালে কোন অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়?

  1. মুদ্রানীতি
  2. মুক্ত বাজার অর্থনীতি
  3. শিশ্র অর্থনীতি
  4. নিয়ন্ত্রিত অর্থনীতি

2138. বহিঃস্থ উপাদানগুলোর সমষ্টিকে কী বলে?

  1. ব্যবসায় পরিবেশ
  2. ব্যবহারিক ব্যবস্থাপনা
  3. ব্যবসায় উদ্যোগ
  4. ব্যবসায় নীতি

2139. সামাজিক পরিবেশের উপাদান হলো-

  1. আইন-শৃঙ্খলা
  2. পরিবেশ সংরক্ষণ
  3. ভোক্তাদের মনোভাব

2140. অনুকূল ব্যবসায়িক পরিবেশের জন্য অত্যঅবশ্যকীয় উপাদান কোনটি?

  1. জনগণ
  2. সরকার
  3. সার্বভৌমত্ব
  4. অর্থনৈতিক

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline