ব্যবসায়-নৈতিকতা-ও-সামাজিক-দায়বদ্ধতা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 202
2011. মানুষের মৌলিক দৃঢ় বিশ্বাসকে কী বলে?
- নৈতিকতা
- মূল্যবোধ
- সামাজিক দায়িত্ব
- বিবেক
2012. “বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব” কী ধরনের দায়িত্ব?
- সামাজিক দায়িত্ব
- সাধারণ দায়িত্ব
- ব্যক্তিক দায়িত্ব
- ব্যবসায়ের সামাজিক দায়িত্ব
2013. Ethos – এর অর্থ কী?
- রীতি-নীতি
- মূল্য
- অভ্যাস
- রীতি-নীতি ও অভ্যাস
2014. Ethos কথাটি কোন ভাষা থেকে এসেছে?
- ল্যাটিন
- ফরাসি
- গ্রিক
- জার্মানি
2015. মূল্যবোধ কোনটির সাথে সম্পর্কযুক্ত?
- সততা
- নিষ্ঠা
- ন্যায়বোধ
- স্থায়ী বিশ্বাস
2016. কলকারখানার ক্ষেত্রে যে দূষিত পদার্থ কালো চুল্লি দিয়ে বাইরে বের হয় তার নাম কী?
- অক্সিজেন
- নাইট্রোজেন
- কার্বন মনোক্সাইড
- হাইড্রোজেন
2017. ব্যবসায়ের ক্ষেত্রে পালনীয় কী?
- বৈধ উপায়ে ব্যবসায় চালানো
- সকলের পাওনা যথাসময়ে পরিশোধ
- ধোকাবাজির আশ্রয় গ্রহণ
A,B
2018. বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন কোনটি?
2019. শব্দ দূষণের কারণ নিচের কোনটি?
- বাজার ও শহর সৃষ্টি
- শিল্প বর্জ্য
- ইটের ভাটা
- দাবানল
2020. যে জ্ঞানবোধ ও আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে তাকে কী বলে?
- নৈতিকতা
- মূল্যবোধ
- সামাজিকতা
- রীতি-নীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়-নৈতিকতা-ও-সামাজিক-দায়বদ্ধতা - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 202"